474. ছাদ বরাবর দেয়ালের বাইরের দিকের বর্ধিতাংশকে বলে-
ব্যাখ্যা: ব্লকিং কোর্স: কার্নিশের উপরের এবং কোর্সপাথরের গাঁথুনিকে ব্লকিং কোর্স বলা হয়। কার্নিশ : মাটির সমান্তরালে দালানের উপরের প্রান্তে বা দেওয়াল ও ছাদের সংযোগস্থলে, দেওয়ালের বাহিরের দিকে যে অংশ বর্ধিত থাকে, তাকে কার্নিশ বলা হয়।
স্টিং কোর্সঃ মাটির সমান্তরালে এক কোর্স গাঁথুনি যদি দেওয়ালের পৃষ্ঠ থেকে কিছুটা বের হয়ে থাকে, তবে তাকে স্ট্রিং কোর্স বলে।
সিল: জানালার নিচের আনুভূমিক অংশকে সিল বলা হয়।