445. আর্চের সর্বোচ্চ বিন্দুতে যে বৃহৎ ওয়েজ আকৃতির ব্লকটি থাকে তা-
ব্যাখ্যা: স্কিউ ব্যাকঃ পায়ার বা এবাটমেন্ট-এর উপরস্থ শেষ গাঁথুনির পৃষ্ঠদেশ যে স্থান হতে আর্চের প্রথম ভৌসর স্থাপন করা হয়। ভৌসরঃ যে ওয়েজ আকৃতি ইট বা পাথর ব্লকগুলো সাজিয়ে আর্চ নির্মাণ করা হয়, তাকে ভৌসর বলা হয়।
কী স্টোন: আর্চের ঠিক মাঝখানে যে ব্লকটি স্থাপন করা হয়, তাকে কী স্টোন বলা হয়।