501. ভরাট মাটিতে যেখানে ভারবহন ক্ষমতা কম সেখানে প্রদান করা হয়-
ব্যাখ্যা: ভরাট মাটি, নরম মাটি, জলাশয় এলাকায় যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম, সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোড- এর কাঠামোগুলোতে র্যাফট ভিত্তি নির্মাণ করা হয়।
ব্যাখ্যা: কাঠের পাইলের ক্ষেত্রে এর দৈর্ঘ্য উপরের প্রান্তের চওড়া ২০ গুণের কম হবে। ভিজা ও সংকোচনশীল মাটির উপরে হালকা কাঠামো নির্মাণ করতে হলে টিম্বার পাইল ব্যবহৃত হয়।
503. কংক্রিটে অ্যাগ্রিগেট থাকে মোট আয়তনের কত শতাংশ-
সিমেন্ট-কিংক্রিটে যে সকল পূরক পদার্থ ব্যবহৃত হয়, তা-ই অ্যাগ্রিগেট। সিমেন্ট-কংক্রিট-এর মধ্যে কংক্রিটের মোট আয়তনের প্রায় 75% অ্যাগ্রিগেট থাকে। আকৃতির উপর নির্ভর করে অ্যাগ্রিগেট ২ প্রকার, যথা- (i) কোর্স অ্যাগ্রিগেট; (ii) ফাইন অ্যাগ্রিগেট।
505. পানির নিচে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো পাইলের মতো ব্যবহৃত হয় তা-
ব্যাখ্যা: কেইসনঃ ফরাসি শব্দ কেইস হতে কেইসন নামের উৎপত্তি, যার অর্থ সিন্দুক বা বক্স। পানির নিচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে কেইসন বলা হয়।
510. Efflorescence in cement plaster is due to excess of- [BPSC-22]
ব্যাখ্যা: Efflorescence is caused by water soluble salts and other water dispensible materials that come to the surface of concrete, brick and mortars. There are a number of potential causes including. Low temperatures moist conditions.mpeghintmins
511. কংক্রিটে ব্যবহৃত পানিতে লবণের সর্বোচ্চ মাত্রা-
লবণ ও রাসায়নিক অপদ্রব্যযুক্ত পানি RCC-এর লোহাকে মরিচা ধরিয়ে দেয় এবং সিমেন্টের সাথে রাসায়নিক বিক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। এই কংক্রিটে 3.5% লবণযুক্ত পানি ব্যবহার করা যেতে পারে।
519. সাধারণত সর্বোচ্চ কত আকারের অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়?
কাজের ধরনের উপর নির্ভর করে কোর্স অ্যাগ্রিগেটের আকার নির্ধারিত হয়। যেমন- ড্যাম/বাধের ক্ষেত্রে সর্বোচ্চ 200mm (৪")। সাধারণ কাজে 63mm এবং RCC কাজে সর্বোচ্চ 25mm (1") আকারের কোর্স অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়।