521. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
ট্রিমি পদ্ধতি: পানির উপরে কংক্রিট উৎপাদনের স্থান হতে পানির নিচে কংক্রিট স্থাপনের স্থান পর্যন্ত লম্বা 25cm হতে 40 cm ব্যাসবিশিষ্ট পানিরোধী পাইপকে ট্রিমি বলে। যদিও এ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে তথাপি স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে ট্রিমি পদ্ধতিই সবচেয়ে উপযোগী
525. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত তারের ব্যাস (1.5-8) mm-এর মধ্যে হয়। এদেরকে টেনডন বলে। 7টি বা তার অধিক সংখ্যক তার একত্র করে হাইটেনসাইল স্টিল বারে পরিণত করা হয়। তারের সর্বোচ্চ টান পীড়ন 160kg/cm² এবং বারের সর্বোচ্চ টান পীড়ন 90 kg/cm².
534. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড = 40% এবং গোলাকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে = 35% কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড বেশি থাকলেও এটি গোলাকৃতির অ্যাগ্রিগেটের চেয়ে অধিক দৃঢ় ও শক্তিশালী অ্যাগ্রিগেট মর্টার বন্ড তৈরি করে।
535. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান (পানি বাদে) মিশ্রণের জন্য 30 সেকেন্ড ঘুরানো হয়। এরপর এতে প্রয়োজনীয় পানি বালতির সাহায্যে দেওয়া হয়। ছোট ড্রামে 1.5 মিনিট এবং বড় ড্রামে 2 মিনিট ধরে চালালে মসলা ভালো মিশে।
536. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M230 বলতে এখানে, M = কংক্রিটের মিশ্রণ এবং সংখ্যা 250 দ্বারা বুঝায় উক্ত কংক্রিটের মিশ্রণের 28 দিনের সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হবে। অর্থাৎ, কংক্রিটের উপাদানসমূহ 1:1:2 অনুপাতে মিশ্রিত করে 28 দিনে সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হলে তাকে 1230 বলা হয়।
539. Workability of concrete is measured by- [HED-19, MOD-20, BPSC-22]
ব্যাখ্যা: Concrete slump test or slump cone test is to determi the workability or consistency of concrete mix prepared at the laboratory or the construction site during the progress of work.