581. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
কোনো কাঠামোর নিমার্ণকাজ বা দেয়ালোর গাঁথুনির কাজ করার সময় যখন নির্মাণকাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পৌছায় তখন নির্মাণ উপকরণাদি ও নির্মাণকার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ করার সুবিধার জন্য স্ক্যাফোল্ডিং করা হয়।
594. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
ইটের গাঁথুনি করার পর ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে কিউরিং করা শেষ হয়ে গেলে ইটের গাথুনি যাতে পূর্ণ শক্তি অর্জন করতে পারে সেজন্য ২৮ দিন পরে প্লাস্টার করা হয়।
597. RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত-
RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত ১৪২৪৪ অর্থাৎ, আরসিসি লিন্টেলের ক্ষেত্রে মিশ্রণ তৈরির জন্য ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ খোয়ার প্রয়োজন।