Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
581. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
কোনো কাঠামোর নিমার্ণকাজ বা দেয়ালোর গাঁথুনির কাজ করার সময় যখন নির্মাণকাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পৌছায় তখন নির্মাণ উপকরণাদি ও নির্মাণকার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ করার সুবিধার জন্য স্ক্যাফোল্ডিং করা হয়।
4m
1.5m
2m
2.5m
582. বাংলাদেশ বিল্ডিং ACI 2008 অনুসারে High-rise building-এর উচ্চতা সর্বনিম্ন কত?
বাংলাদেশ বিল্ডিং কোড- 2020 অনুসারে High rise building-এর উচ্চতা সর্বনিম্ন ১০ তলা বা ৩৩ মিটার।
30m
33m
37.5m
45m
583. টির ভারবহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে, মাটির ছিদ্রপথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানো হয়?
140 kg/cm²
160 kg/cm²
170 kg/cm²
180 kg/cm²
584. আরসিসি বিম বা স্লাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
সর্বোচ্চ স্লাম্প = 10cm: সর্বনিম্ন স্লাম্প = 2.54cm
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
585. বিম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত?
বিম ও কলামের ক্ষেত্রে প্লাস্টারের অনুপাত ১৪৪ এবং ইটের পৃষ্ঠদেশ বা দেয়ালে প্লাস্টারের অনুপাত ১:৬ ধরা হয়।
১:৩
১:৪
১:৬
১:৭
কোনোটিই নয়
586. কংক্রিটের Compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১০ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ২০ সেমি
১৫ সেমি, ৩০ সেমি
587. ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অ্যাডমিক্সার হিসেবে ব্যবহৃত হয়-
ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সিমেন্টের ওজনের ১.৫% ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) অ্যাডমিক্সচার হিসেবে ব্যবহৃত হয়।
CaCl2
MgCl2
NaCl
FeCl3
588. Los Angeles Abrasion Test-এর জন্য কত গ্রাম sample নিতে হয়?
৩০০০ গ্রাম
৪০০০ গ্রাম
৫০০০ গ্রাম
৬০০০ গ্রাম
589. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ বা রাজউকের নিয়ম অনুসারে ২ কাঠার ঊর্ধ্ব হইতে ৩ কাঠার প্লটের 65% অংশে ইমারত নির্মাণ করা যায়।
50%
55.5%
62.5%
65%
590. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
প্রবিং
কোর ড্রিলিং
ওয়াশ বোরিং
591. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের প্রান্তীয় সাপোর্টকে অ্যাবাটমেন্ট।
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
592. ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী-
কম্পোজিট পাইল
আরসিসি পাইল
কাঠের পাইল
শিট পাইল
593. ট্রেড এবং রাইজারের পরিমাণ-
ট্রেড ও রাইজারের স্ট্যান্ডাড মান অনুসারে, ট্রেড = ৩০০ mm রাইজার = ১৫০ mm .: ট্রেড ও রাইজারের যোগফল = ৩০০+ ১৫০ = ৪৫০ mm
ট্রেড + 2 × রাইজ = 60cm
ট্রেড × রাইজ = 400cm²
ট্রেড + রাইজ = 40cm
উপরের সব কয়টি
594. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
ইটের গাঁথুনি করার পর ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে কিউরিং করা শেষ হয়ে গেলে ইটের গাথুনি যাতে পূর্ণ শক্তি অর্জন করতে পারে সেজন্য ২৮ দিন পরে প্লাস্টার করা হয়।
18
20
24
28
595. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
ক্লোজার প্রধানত দুই প্রকার। যথা- (১) কুইন ক্লোজার (২) কিং ক্লোজার এবং অন্য দুই প্রকার, যথা- (১) বেভেল ক্লোজার (২) মাইটার্ড ক্লোজার
কোনোটিই নয়
596. টেরাজো ফ্লোরিং-এ মেঝের কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখা যাওয়া উচিত?
টেরাজো ফ্লোরিং নির্মাণের ক্ষেত্রে রোলিং ও টেম্পিং কাজ চলাকালীন সময়ে কিছু মার্বেল দানা ছড়িয়ে দেওয়া হয়। যাতে মেঝের ৮০% জায়গাতে মার্বেল দানা দেখা যায়।
60%
70%
80%
50%
597. RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত-
RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত ১৪২৪৪ অর্থাৎ, আরসিসি লিন্টেলের ক্ষেত্রে মিশ্রণ তৈরির জন্য ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ খোয়ার প্রয়োজন।
1:2:3
1:16:3
1:2:4
1:3:6
598. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে?
শিট পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে। কারণ যেখানে মাটির আনুভূমিক সরণ ঘটে সমস্ত মাটির সরণ প্রতিরোধের জন্য শিট পাইল বা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয়।
অ্যাংকর পাইল
ফেন্ডার পাইল
শিট পাইল
ব্যাটার পাইল
599. রাজউক-এর নিয়ম অনুসারে প্রাইভেট কার এর জন্য পার্কিং Area কত?
রাজউক নিয়ম অনুসারে প্রাইভেট কার পার্কিং-এর জন্য 5×2.5m² পার্কিং এরিয়া বিবেচনা করতে হয়।
2.4 x 4.6m²
2.2 x 4.3m²
5 x 2.5m²
2.8 x 4.2m²
600. একটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়াকে বলে-
বেভ জয়েন্ট
সম জয়েন্ট
বন্ড