Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
541. নিরেট দেয়ালের তুলনায় ফাঁপা দেয়ালের তাপ নিরোধক ক্ষমতা বেশি-
20%
35%
25%
30%
542. মৃসণ, দেখতে সুন্দর ও সহজে পরিষ্কার করা যায়-
কর্য ফ্লোরিং
পিভিসি
গ্লাস ফ্লোরিং
অ্যাসিড প্রুফ
543. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
544. সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হলো-
স্টিল প্যান
হুইল বার
ক্যাবল ওয়ে
স্কিপ
545. কোনটি ফ্লেক্সিবল ডিপিসি নয়?
সিসার শিট
হট বিটুমিন
বিটুমিনাস শিট
জিআই শিট
546. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
547. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে
ওয়ালের আড়াআড়ি ইটের গাঁথুনিকে হেডার এবং ওয়ালের সমান্তরালে ইটের গাঁথুনিকে স্ট্রেচার বলে।
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
548. প্লাস ফ্লোরিং-এ ব্যবহৃত গ্লাসের পুরুত্ব-
12-30mm
25-40mm
5-15mm
5-10mm
549. প্লানিং এবং শিডিউল-এর সীমাবদ্ধতাকে দূরীকরণে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: CPM = Critical Path Method.
বার চার্ট মাইল
ফ্লোচার্ট
CPM নেটওয়ার্ক
স্টোন চার্ট
550. গৃহস্থালি কাজে প্রতিজনে প্রতিদিন পানির পরিমাপ
30 litre
45 litre
35 litre
40 litre
551. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
552. ফ্লোর সরাসরি মাটির উপর না হলে এর লেভেল থেকে কিছুটা উপরে হলে তা
আপার ফ্লোর
সাসপেন্ডেড ফ্লোর
সলিড গ্রাউন্ড ফ্লোর
কোনোটিই নয়
553. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
অগ্নিরোধক
শব্দ প্রতিরোধক
তাপ প্রতিরোধক
আর্দ্রতা প্রতিরোধক
554. রুমের আয়তনের প্রতি 30-40m' এর জন্য কত বর্গমিটার হিসেবে জানালার ক্ষেত্রফলের জন্য রাখা উচিত?
3m²
4m²
2m²
1m²
555. রং করার উপযোগী কাঠ কত এর কম আর্দ্রতাযুক্ত হওয়া উচিত?
10%
25%
20%
15%
556. রঙের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়-
তার্পিন
রঞ্জক
তিসির তৈল
রেডলেড
557. রঙের কাজ পাতলা করার উপাদান-
তার্পিন
কপার সালফেট
হোয়াইট লেড
তেল আম্বার
558. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
559. Concrete ধারণ (sustain) করতে পারে-
কংক্রিট চাপশক্তি সহ্য করতে পারে কিন্তু টানশক্তি সহ্য করার ক্ষেত্রে বেশ দুর্বল। অধিক চাপশক্তি সহ্যক্ষমতাসম্পন্ন কাঠামোতে আরসিসি কংক্রিট ব্যবহার করা হয়। কংক্রিটের সর্বোচ্চ চাপশক্তি হচ্ছে 75,000 psi.
Tension
Compression
Shear
Torque
560. গুদামঘর, ওয়ার্কশপ, গ্যারেজ, পাবলিক বিল্ডিং ইত্যাদির নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
রিভোলভিং
কলাপসিবল ডোর
স্লাইডিং ডোর