জলছাদ মূলত ছাদের উপর দেয়া হয়। জলছাদের গড় পুরুত্ব 7.5 সেমি থেকে 12 সেমি। জলছাদে চুন, সুরকী ও খোয়া ব্যবহৃত হয়। এর অনুপাত ২:২:৭ অর্থাৎ, ২ ভাগে চুন, ২ ভাগ এবং সুরকি ৭ ভাগ খোয়া।
613. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না?
সিমেন্ট ফিনিশিং হচ্ছে স্বল্প ব্যয়ের একপ্রকার ফ্লোর ফিনিশিং। এজন্য মেঝের ক্ষেত্রে নিট সিমিন্ট ফিনিশিং করা হয় না। কারণ মেঝেতে নিট সিমেন্ট ফিনিশিং করলে ভালো মসৃণ হয় না
620. গাথুনিতে মশলার জয়েন্ট পর্যাপ্ত শক্তিসম্পন্ন হওয়ার জন্য নূন্যতম কত দিন কিউরিং করা প্রয়োজন
প্লাস্টারের পূর্বে ইটের গাথুনিতে সিমেন্ট ইটের সবোর্চ্চ বন্ডিং এর জন্য ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করতে হয়। অথ্যাৎ গাথুনিতে মসলার জয়েন্ট পর্যাপ্ত শক্তিসম্পূন্ন করার জন্য নূন্যতম ৭ দিন কিউরিং করতে হয়