ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
253. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
ব্যাখ্যা: ইকুয়িপোটেনশিয়াল লাইন: বিভিন্ন ছয়ানো রেখার যে সকল বিন্দুতে সমান প্রিজমেট্রিক লেভেল পাওয়া যায়, ঐ সকল বিন্দুর সংযোজিত রেখাকে ইকুয়িপোটেনশিয়াল লাইন বলা হয়।
ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চে ভেদ্যগুণসম্পন্ন মাটি।
257. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
ব্যাখ্যা: কম্প্রেশন টেস্ট: প্রতিবারে চাপ প্রয়োগের পর চাপের পরিমাণকে (P) লগ স্কেলে ভূমি এবং ঐ সময়ে স্পেসিমেনের ভয়েড রেশিও (e)-কে অফসেট ধরে যে কার্ড আঁকা হয়, তাকে e logP বলে।