ব্যাখ্যা: CL. = Inorganic clays of low to medivm plasticity, gravelly clays, sandy clays, silry৬২ clays, lean clays.
যদি কোনো মৃত্তিকার 50% এর অধিক 200 নং চালনিতে অতিক্রান্ত হয়, তাকে সূক্ষ্মদানার মৃত্তিকা
বলে।
267. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
ব্যাখ্যা: AASHO পদ্ধতিতে সূক্ষ্মদানার মৃত্তিকার শ্রেণিবিন্যাসের সাথে বন্ধনিতে একটি সংখ্যামান (পূর্ণসংখ্যা, 0, 1.2 ইত্যাদি) উল্লেখ করা হয়। এ সংখ্যামানটিই গ্রুপ ইনডেক্স। এর মান ধনাত্মক হলে শূন্য ধরা হয়।
ব্যাখ্যা: GM = Silty gravels, gravel-sand-silt mixtures. গ্র্যাভেল ও বালিদানা বেশ স্কুল এবং এ দানাগুলো খালি চোখে দেখা যায়। GW, SM, GM, GC,SM, SC এগুলো স্কুলদানার মৃত্তিকা।
ব্যাখ্যা: Density Index: সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত (e_max) এবং মাটির প্রকৃতির ফাঁকা অংশের অনুপাত এর পাথর্য্যের সাথে সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত এবং সর্বাধিক দৃঢ়াবদ্ধ অবস্থায় ফাঁকা অংশের অনুপাতের পার্থক্যের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে।
I_d=(e_max-e)/( e_max-e_min )
274. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
ব্যাখ্যা: কোনো মাটির নমুনার শুষ্ক ওজনের সাথে আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলে। সর্বাধিক আলগা অবস্থা কোনো মাটির γ_d-এর মান শূন্য এবং সর্বাধিক দৃঢ়াবস্থায় কোনো মাটির γ_d-এর মান 1.
276. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এর মান ঋণাত্মক হলে শূন্য হয়।
277. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
ব্যাখ্যা: হাইড্রোমিটার সব সময় 27°C তাপমাত্রায় কেলিব্রেশন করা হয়ে থাকে। হাইড্রোমিটার বিশ্লেষণে মাটিকে পানির সাথে মিশাতে 4% হারে সোডিয়াম হেক্সামেটা ফসফেট [Na6 (PO)6] কেমিক্যাল ব্যবহার করা হয়।