Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
281. I_D- এর সর্বোচ্চ মান কত হতে পারে? [R&H-06]
8
282. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
ব্যাখ্যা: পানি দ্বারা বাহিত হয়ে মাটি গঠিত হলে, তাকে পাললিক মৃত্তিকা বলে।
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
283. নিচের কোন Relationship-টি সঠিক? (PWD-2000)
ব্যাখ্যাঃ n=e/(1+e), e=n/(1-n)
n=(1+e)/e
n= e/(1+e)
e=n/(1+n)
e=(1+n)/n
284. Over dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়? [MOCA-19]
ব্যাখ্যা: মাটিকে পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য অধিক শুদ্ধ করার ক্ষেত্রে 105℃ থেকে 110℃ পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন।
105°C-110°C
100°C-105°C
60°C-70°C
90°C-100°C
285. Hydrometer reading-এ কী Correction করা হয়? [MOCA-19]
ব্যাখ্যা: Hydrometer reading-এ Temperature, Meniscus, Dispersing agent, calibration, adjusted value ইত্যাদি correction করা হয়।
Temperature
Dispersing agent
Meniscus
উপরোক্ত সব
286. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
ব্যাখ্যা: Permeability সাধারণত মাটির কণার আকার, ভয়েড রেশিও এবং সম্পৃক্ততার মাত্রার উপর নির্ভর করে। যে মাটির কণার আকার বেশি তার Permeability-ও বেশি হবে।
গ্র্যাভেল
মোটা বালু
চিকন বালু
Clay
287. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
288. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
289. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে বিভিন্ন মৃত্তিকার টেস্ট করা হয়- [R&H-06]
কমপ্যাকশন
কনসলিডেশন
শিয়ার স্ট্রেংথ
টেনসাইল স্ট্রেংথ
290. কোনো Soil-এর PI (Plasticity Index) = 0 হলে, সেটি- [MOLE-19]
ব্যাখ্যা: তারল্য সীমা ও নম্যতার সীমার পার্থক্যকে নম্যতা সূচক বলা হয়। অর্থাৎ, PI=LL- PL Sand-এর Plasticity Index, PI=LL-PL=0.
Sand
Silt
Clay
Clayey silt
291. মাটির Liquid Limit = 50%, Plastic Limit = 30% হলে এর Plasticity Index কত? [MOLE-19]
ব্যাখ্যা: PI = LL-PL=50%-30%=20%
80%
20%
30%
0.6
292. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়? [MODMR-06]
ব্যাখ্যা: (MIT Classification) অনুসারে বালির আকার 0.06mm থেকে 2mm পর্যন্ত হয়।
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
293. কোন ধরনের মাটির ভারবহন ক্ষমতা বেশি? [PPA-18]
ব‍্যাখ্যা: বালির ভারবহন ক্ষমতা বেশি কেননা নরম বা ভেজা মাটিতে ভিত্তির বসন বেশি এবং মাটির ভারবহন ক্ষমতা পাথর, গ্যাভেল এবং বালির সর্বাধিক।
বেলেমাটি
এঁটেল মাটি
দোআঁশ মাটি
বালি
কোনোটিই নয়
294. Column's law অনুযায়ী মাটির Shearing strength হলো- [PWD-2000]
c-ptan∅
c-ctan∅
c+p tan∅
p-ctan∅
295. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব সাধারণত 2.6.5 থেকে 2.67 হয়ে থাকে।
১.২
২.০
১.৫
২.৭
296. Permeability কোন পরীক্ষা থেকে বের করা হয়? (MOLE-19)
ব্যাখ্যা: সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকায় স্থির নিশ্চল চাপাবলের ফলে মৃত্তিকার সংনমনকেই কনসলিডেশন বলে। ভয়েড হতে পানি নিঃসরণের পরিমাণ Consolidation test-এর মাধ্যমে বের করা যায়।
Consolidation test
Direct shear test
Standard penetration test
কোনোটিই নয়
297. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়? [RAJUK-17]
ব্যাখ্যা: মাটি পরীক্ষা পদ্ধতিগুলো হচ্ছে অগার বোরিং, ওয়াশ বোরিং, রোটারিং ডিলিং, পারকাশন ডিলিং, কোর বোরিং।
Core boaring
Test cylinder
Test Pile
Wash boring
কোনোটিই নয়
298. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায় ঐ পরিমাণ পানির মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। বালি মাটির তারল্য সীমা ২০% কম, পলিমাটির তারল্য সীমা ২০% এর বেশি, কাদামাটির ৬০%।
নম্যতা
পলি
বেলে
কাদা
299. ড্রাই ভলিউম (Volume), ওয়েট ভলিউমের কত গুণ? [PWD-04]
১.৫
300. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
ব্যাখ্যা: গ্রুপ ইনডেক্স হচ্ছে যার মাধ্যমে আমরা নমুনার ওজনের শতকরা হার এবং কণার আকার তারল্য সীমা এবং নম্যতা সূচক সম্পর্কে জানা যায়। গ্রুপ ইনডেক্সের মান কম হলে সে মাটি তত বেশি লোড নিতে পারে। এ মান ০-২০ পর্যন্ত হয়।
উপযোগী হবে
দৃঢ়াবন্ধ হবে
অনুপযোগী হবে
কোনোটিই নয়
সবগুলোই