286. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
ব্যাখ্যা: Permeability সাধারণত মাটির কণার আকার, ভয়েড রেশিও এবং সম্পৃক্ততার মাত্রার উপর নির্ভর করে। যে মাটির কণার আকার বেশি তার Permeability-ও বেশি হবে।
288. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।
296. Permeability কোন পরীক্ষা থেকে বের করা হয়? (MOLE-19)
ব্যাখ্যা: সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকায় স্থির নিশ্চল চাপাবলের ফলে মৃত্তিকার সংনমনকেই কনসলিডেশন বলে। ভয়েড হতে পানি নিঃসরণের পরিমাণ Consolidation test-এর মাধ্যমে বের করা যায়।
298. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায় ঐ পরিমাণ পানির মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। বালি মাটির তারল্য সীমা ২০% কম, পলিমাটির তারল্য সীমা ২০% এর বেশি, কাদামাটির ৬০%।
300. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
ব্যাখ্যা: গ্রুপ ইনডেক্স হচ্ছে যার মাধ্যমে আমরা নমুনার ওজনের শতকরা হার এবং কণার আকার তারল্য সীমা এবং নম্যতা সূচক সম্পর্কে জানা যায়। গ্রুপ ইনডেক্সের মান কম হলে সে মাটি তত বেশি লোড নিতে পারে। এ মান ০-২০ পর্যন্ত হয়।