Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানি ব্যবহৃত হবে-
ব্যাখ্যা : মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে কয়লা। এর মোট উৎপাদন ক্ষমতা 1200MW
LNG
Diesel
HFO (Heavy Fuel Oil)
Coal
182. দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায়?
ব্যাখ্যা : দেশে একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র। এটি ১৯৬২ সালে নির্মাণ করা হয় এবং 230MW বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
কাপ্তাই
ঘোড়াশাল
ময়মনসিংহ
বরিশাল
183. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষেত্রে নিচের কোন বর্ণনাটি সবচেয়ে সঠিক?
অধিক বিদ্যুৎ উৎপাদন
ভূমিকম্পজনিত ক্ষতি
বিকিরণজনিত ক্ষতি
উপরের সবগুলো
184. সাধারণত স্টিম পাওয়ার প্লান্ট কোন নীতিতে কাজ করে?
ব্যাখ্যা: স্টিম পাওয়ার প্লান্টে বেশি পরিমাণে আউটপুট পাওয়ার জন্য ডুয়াল সাইকেল ব্যবহার করা হয়।
র‍্যাংকিন সাইকেল
ডুয়াল সাইকেল
অটো সাইকেল
কোনোটিই নহে
185. কোন বিদ্যুৎ কেন্দ্রে আমদানিকৃত কয়লা ব্যবহৃত হয় না?
ব্যাখ্যা : বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে যে কয়লা ব্যবহার হবে তা বাইরে থেকে আমদানি করা হয় না।
Barapukuria
Rampal
Meghnaghat
Materbari
186. পল্লিবিদ্যুৎ সমিতি একটি-
ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।
সরকারি সংস্থা
ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
গ্রাহক মালিকানাধীন প্রতিষ্ঠান
প্রাইভেট লিমিটেড কোম্পানি
187. ৮ কিলোওয়াটের একটি লোড ৮০% ল্যাগিং পাওয়ার। ফ্যাক্টরে চলে। ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার। ফ্যাক্টর ১০০% এ উন্নীত করতে হলে ঐ ক্যাপাসিটর ব্যাংকের রেটিং কত হবে?
২ কেভিএআর
৬ কেভিএআর
৪ কেভিএআর
৮ কেভিএআর
188. বাংলাদেশের নির্ণীয়মান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হয়-
ব্যাখ্যা : বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিট। প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200MW.
1000MW
2x 1500MW
1200MW
2 x 1200MW
189. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
ব্যাখ্যাঃ নবায়নযোগ্য শক্তি হলো শক্তির এমন উৎস, যা পুনরায় বা বার বার ব্যবহার করা যায়, নিঃশেষিত হয় না। যেমন- বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ারভাটা, জলপ্রবাহ, জৈবশক্তি, ভূ- তাপ, সমুদ্রতরঙ্গ, সমুদ্র-তাপ, হাইড্রোজেন ফুয়েল সেল, পারমাণবিক শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস।
বায়ুশক্তি
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
জোয়ারভাটা
190. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা-
ব্যাখ্যা: বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টের উৎপাদন ক্ষমতা 230MW। এটি ১৯৬২ সালে নির্মাণ করা হয়।
2 x 50MW
230MW
3x40MW
330MW
191. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন গ্যাস (CH)।
অ্যামোনিয়া
ইথেন
হাইড্রোজেন
মিথেন
192. স্ট্যান্ডবাই পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করা যায় না-
আইপিএস
জেনারেটর
ইউপিএস
গ্যাস টারবাইন
193. আমাদের দেশের শহর এলাকাতে Roof top photovoltaic system-
ব‍্যাখ্যা: শহর এলাকাতে Roof top photovoltaic system থাকে সরাসরি battery-তে।
সরাসরি battery-তে
নিকটস্থ transformer-এ
ভবনের বৈদ্যুতিক
উপরের কোনোটিই নয়
194. বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায়-
নোট: বাংলাদেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25284 MW (১১ জানুয়ারি, ২০২২)
১৫০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
১৭০০ মেগাওয়াট
২৫০০ মেগাওয়াট
195. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
ব্যাখ্যা: গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর হলো ইউনিটি বা'।'। কিন্তু ব্যস্তবিক ক্ষেত্রে কিছু ইন্ডাকটিভ লোড ব্যবহৃত হয় বলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমাদের জন্য লাভজনক। তবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মান যত বেশি হবে ততই ভালো হবে।
০.৯৫ ল্যাগিং
০.৯ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৮ লিডিং
196. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ব্যাখ্যা: Rooppur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০MW
Bheramara
Pabna
Rooppur
Kushtia
197. পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সবচেয়ে সুবিধাজনক পাওয়ার প্লান্ট কোন্টি?
ব্যাখ্যা: পানির বিভবশক্তিকে কাজে লাগিয়ে হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট তৈরি করা হয়। তাই এটি পরিচালনা বা রক্ষণাবেক্ষণ সবচেয়ে সুবিধাজনক।
স্টিম পাওয়ার প্লান্ট
ডিজেল পাওয়ার প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
198. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেভি
199. নিম্নের কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেশি জায়গা দরকার?
ব্যাখ্যা: উল্লিখিত অপশনগুলোর মধ্যে স্টিম পাওয়ার প্লান্ট নির্মাণের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়।
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ার প্লান্ট
উভয়ের জন্যই সমান
কোনোটিই নহে
200. হাই-ফ্রিকুয়েন্সি পাওয়ার সরবরাহের জন্য কোনটি বেশি উপযোগী?
ব্যাখ্যা: যে ডিভাইসের সাহায্যে ডিসিকে এসিতে রূপান্তরিত করা যায়, তাকে ইনভার্টার বলে। ইনভার্টারের সাহায্যে চাহিদা অনুসারে উচ্চ ফ্রিকুয়েন্সির পাওয়ার সরবরাহ নিশ্চিত করা যায়।
ইনভার্টার
রেকটিফায়ার
কনভার্টার
চপার