189. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
ব্যাখ্যাঃ নবায়নযোগ্য শক্তি হলো শক্তির এমন উৎস, যা পুনরায় বা বার বার ব্যবহার করা যায়, নিঃশেষিত হয় না। যেমন- বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ারভাটা, জলপ্রবাহ, জৈবশক্তি, ভূ- তাপ, সমুদ্রতরঙ্গ, সমুদ্র-তাপ, হাইড্রোজেন ফুয়েল সেল, পারমাণবিক শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস।