82. নিউক্লিয়ারের কন্ডেন্সার রিয়্যাক্টরের তুলনায় কত শতাংশ তাপমাত্রা শোষণ করে?
ব্যাখ্যা : কন্ডেন্সার একটি প্রয়োজনীয় যন্ত্রাংশ, যার মাধ্যমেশীতলীকরণ পানির সংস্পর্শে টারবাইন অথবা ফিড ওয়াটার হিটার হতে বিতাড়িত বাষ্পকে পানিতে পরিণত করে এবং এ পানিকে ফিডওয়াটার হিসেবে পুনরায় বয়লারে সরবরাহ করা হয়।
85. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।
86. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ব্যাখ্যা: Rooppur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করে। প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০MW