Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং MCQ
121. Rail-এর Super-elevarion কোন Parameter-এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)? [BPSC-22]
Velocity
Radius of the curve
Gauge
কোনোটিই নয়
122. রেলসড়কের পার্শ্বঢাল কত? [DMLC-21]
ব্যাখ্যা: সাধারণত রেল সড়কের পার্শ্বঢাল ১:১ অথবা ১:১.৫ হয়ে থাকে।
১:১ বা ১:১.৫
১:৩ বা ১:১.৫
১: ২ বা ১: ২.৫
১:১ বা ১:২
123. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়? [BPSC-22]
Sub-grade grade
Base
Wearing surface
None of these
124. কোন ক্ষেত্রে Critical path method ব্যবহার করা হয় না? [BPSC-22]
ভবন নির্মাণ
রাস্তা নির্মাণ
সেতু নির্মাণ
Research and development project
125. রাস্তার শীর্ষবিন্দুকে কী বলে? [BGFCL-21]
ব্যাখ্যা: পানি নিষ্কাশনের জন্য সড়ক পৃষ্ঠে ক্যাম্বার বা ঢাল দেওয়া হয়। সড়ক পৃষ্ঠের সর্বোচ্চ বিন্দুকে বলে ক্রাউন।
ক্যাম্বার
কার্ব
ক্রসফল
ক্রাউন
কোনোটিই নয়
126. সড়ক ডিজাইনের ক্ষেত্রে সাধারণত কত ধরনের বাঁক ব্যবহৃত হয়? [BB-21]
ব্যাখ্যা: সড়ক ডিজাইনের ক্ষেত্রে দুই ধরনের বাঁক ব্যবহৃত হয়, যথা- (i) অনুভূমিক বাঁক। (ii) উল্লম্ব বাঁক।
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
127. একটি গাড়ি ঘণ্টায় ৮০ কিমি পরিকল্পিত বেগে চললে থামার ন্যূনতম দর্শন দূরত্ব কত হবে? [BWDB-21]
ব্যাখ্যা: t = 1 sec এবং , µ = .3 ধরে ন্যূনতম দর্শন দূরত্ব, SSD = 0.278Vt + V^2 / 254µ = 0.278 x 80 x 1 + 80_2 / 254 x .3 = 106.22 = 106m
১০০ মি.
৮০ মি.
১০৬ মি.
১২০ মি.
128. ব্রডগেজে কত ফুট লম্বা স্টক রেল ব্যবহার করা হয়? [BGDCL-17, BB-21]
ব্যাখ্যা: ব্রড গেজে 36 ফুট লম্বা রেল ব্যবহার করা হয়।
২৪'-০"
৩২'-০"
২৮'-০"
৩৬'-০"
129. ব্রডগেজে Cant deficiency কত? [BBA-20]
ব্যাখ্যা: Cant deficiency / কেন্দ্রাতিগ স্বল্পতা: ব্রড গেজে = 76mm = 7.6cm মিটার গেজে = 51mm = 5.1 cm ন্যারো গেজে = 80mm = 8cm.
৭.৫ সেমি
৭.৬ সেমি
৫.১ সেমি
৩.৩ সেমি
130. একটি Highway road-এর Maximum super- elevation কত? [DM-2019, BB-21]
ব্যাখ্যা: যাত্রীদের ভ্রমণের স্বাচ্ছন্দ্যের প্রতি লক্ষ রেখে সাধারণত 1:15 বা 6.67% এর অধিক সুপার এলিভেশন দেয়া হয় না, যা পাবর্ত্য অঞ্চলে 1:12 বা 8.5%
6.7%
10%
7.5%
12.5%
131. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?/BPSC-22]
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
132. সড়ক বাঁধের Side slope সাধারণত দেওয়া হয়- (BB-20]
২:১
৩:১
১:১
৪:১
133. প্রতি ঘণ্টায় ট্র্যাফিকের পরিমাণ কত হলে Rotary Intersection (চক্রাকার সন্ধি) ডিজাইন করা হয়?/BWDB-20]
ব্যাখ্যা: প্রতি ঘণ্টায় 1000-2000 পরিমাণ ট্র্যাফিক চলাচল করলে রাস্তার জন্য রোটারি সড়ক বা চক্রাকার সন্ধি ডিজাইন করা হয়। এই সন্ধির মধ্যভাগে একটি দ্বীপ থাকে। ফলে গাড়ি ইচ্ছা করলেই যে-কোনো রাস্তায় যেতে পারে না।
৫০০-১০০০
১০০০-১৫০০
১০০০ - ২০০০
১৫০০-২৫০০
134. নিচের কোন সার্ফেসে রাবার টায়ার ভেহিকেল সর্বাধিক রোলিং রেজিস্ট্যান্স তৈরি করে? [BGFCL-21]
ব্যাখ্যা: কোন তলের রেজিস্টান্স নির্ভর করে তলের মসৃণতার উপর। তল যত মসৃণ হবে তার রেজিস্টান্স বা বাধা তত কম হবে। উপরিউক্ত চারটি বস্তু কণার তলের মধ্যে লুস স্যান্ডের বাধার পরিমাপ বেশি।
কংক্রিট
লুস স্যান্ড
অ্যাসফ্যালট
ফার্ম আর্থ
কোনোটিই নয়
135. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়? [BPSC-22]
ব্যাখ্যা: California Bearing Ratio বা CBR টেস্ট রাস্তায় সয়েল সাবগ্রেড এবং বেস-কোর্সের শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয়।
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
136. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত? [BPSC-22]
ব্যাখ্যা: যে-সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সে-সব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রস্থ ১৬৭৬ মিলিমিটার।
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
137. বিটুমিনের গ্রেড কোন Test-এর মাধ্যমে নির্ণয় করা হয়? [MOEF-19, BB-21]
ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর গ্রেড জানার জন্য Penetration test করা হয়। বিটুমিনজাত সামগ্রীতে আগুন ধরার তাপমাত্রা জানার জন্য Flash point test করা হয়। আর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার জন্য Specific gravity test করা হয়।
Permeability
Flash point
Penetration
Specific gravity
138. পানির নিচে খননের জন্য নিচের কোন এক্সক্যাভারটি সবচেয়ে উপযোগী? [BGFCL-21]
ব্যাখ্যা: ড্রাগ লাইন (Drag line) এক্সক্যাভেটর হলো সিভিল ইঞ্জিনিয়ারিং সারফেস মাইনিং এবং এটি খনন কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতির একটি অংশ। একটি বড় excavator তারের দ্বারা একটি বালতি টানতে ড্রাগ লাইন ব্যবহার করে। বালতিটিকে খনন স্থানে নামিয়ে খনন কাজ করা হয়।
ড্র্যাগ লাইন
হো
ক্ল্যাম শেল
ডিপার শোভেল
কোনোটিই নয়
139. যদি A ও B বিন্দুর Level পার্থক্য 1m হয় এবং তাদের দূরত্ব 50m হয় তাহলে Gradient হবে- [BPSC-20]
ব্যাখ্যা: A হতে B-এর দিকে প্রতি 50m দূরত্বের জন্য উচ্চতার পার্থক্য 1m. অতএব, gradient (1 in 50) .
1 in 2
50%
1%
1 in 50
140. নাট ও বোল্ট কর্তৃক গঠিত জোড়া হলো- [TTC-21]
ব্যাখ্যা: (ক) টার্নিং জোড়া (Turning pair) : এ পদ্ধতিতে দুটি লিংক যুক্ত থাকে, যেখানে একটি ঘোরে আর অন্যটিকে ঘুরতে বাধা প্রদান করে। উদাহরণ: বিয়ারিং-এর সাথে ক্র্যাঙ্কশ্যাফট সংযুক্ত। (খ) রোলিং জোড়া (Rolling pair) : এ পদ্ধতিতে একটি জোড়ার দুটি উপাদান থাকে, যেখানে একটি রোলার এবং অপরটি স্থির থাকে। উদাহরণ: বল (Ball) এবং রোলার বিয়ারিং (Roller Bearings) | (গ) ক্রু জোড়া (Screw pair) : যদি দুটি সংযুক্ত লিংকের মধ্যে একটি টার্নিং এবং স্লাইডিং গতি থাকে, তাকে ক্রু জোড়া বলা হয়। দুটি লিংক থ্রেড কেটে এটি সংযুক্ত করা হয়। উদাহরণ: লেদ-এর লিড স্ক্রু এবং নাট ও বোল্ট।(ঘ) স্ফেরিক্যাল জোড়া (Spherical pair) : এই পদ্ধতিতে একটি জোড়ার দুটি উপাদান থাকে, যেখানে একটি উপাদান অন্য স্থির উপাদানকে ঘুরাতে থাকে। উদহারণ: বল (Ball) ও সকেট জয়েন্ট (Socket joint)।
টানিং জোড়া
রোলিং জোড়া
স্ফেরিক্যাল জোড়া
ক্রু জোড়া