সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
281. ভিত্তির ন্যূনতম গভীরতা ধরা হয়-
ব্যাখ্যা: কাদামাটিতে ভিত্তির গভীরতা মিনিমাম 750mm বা 75 cm
282. ম্যাসনরি ওয়ালের ক্ষেত্রে বন্ড ও বেন্ডিং মোমেন্টের জন্য ক্রিটিক্যাল সেকশন হবে ওয়াল পৃষ্ঠ থেকে পুরুত্বের-
ব্যাখ্যা: কংক্রিট এবং ম্যাসনরি দেয়াল ইটের ক্ষেত্রে শিয়ার জন্য ক্রিটিক্যাল সেকশন দেয়ালপৃষ্ঠ থেকে d দূরত্বে। d ফুটিং-এর গভীরতা।
ম্যাসনরি (ইটের) দেয়ালের ফুটিং-এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট এবং বন্ডের জন্য ক্রিটিক্যাল সেকশন ওয়ালে এক-চতুর্থাংশ (a/4) ভিতরে।
এখানে, a দেয়ালের পুরুত্ব।
ব্যাখ্যা। সমভাবে বিস্তৃত লোভের জন্য শিয়ার- (১) সাধারণভাবে স্থাপিত লোডের জন্য V WL (II) ধারাবাহিক বিম-এর বিচ্ছিন্ন প্রান্তে V = 0.4WL (iii) ধারাবাহিক বিম-এর অবিচ্ছিন্ন প্রান্তে V = 0.6WL (iv) ক্যান্টিলিভার লোডের জন্য V = WL
288. আংশিক অবিচ্ছিন্ন বিমের জন্য সর্বোচ্চ ঋণাত্মক মোমেন্ট M-এর মান-
[W = মোট লোড, L = বিমের স্প্যান দৈর্ঘ্য।
ব্যাখ্যা: একমুখী স্ল্যাবে বেন্ডিং মোমেন্ট মান:
i)সাধারণভাবে স্থাপিত লোডের জন্য M= WL /৪ x 100 kg-cm
ii)পুরোপুরি অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য M= WL /2 x 100 kg-cm
(iii) আংশিক অবিচ্ছিন্ন স্ল্যাবের জন্য M = WL/10 ×100kg-cm
290. যে-সব বিমের টেনসাইল ও কম্প্রেসিভ উভয় জোনের জন্য রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাকে বলা হয়-
ব্যাখ্যা: যে সকল বিমের টেনসাইল ও কম্প্রেশন উভয় জোনে রড ব্যবহার
করা হয়, তাকে ডাবল রিইনফোর্সমেন্ট বিম বলে।
সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিমঃ যে বিমের শুধু টেনসাইল জোনে রড ব্যবহৃত হয়, তাকে সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম বলা হয়।
ব্যাখ্যা: ACI কোড অনুসারে স্পাইরাল কলামে টাই রডের ব্যবধান-
i)1/6x কোর ব্যাসের অধিক নয়।
(ii) মুক্ত ব্যবধান 7.5cm-এর অধিক নয় এবং 3.5cm-এর কম নয়।
(iii) মুক্ত ব্যবধান 1.5× সর্বোচ্চ পরিমাপের খোয়ার আকার এর কম নয়।