সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
305. আমাদের দেশে সাধারণত কত পুরুত্বের কম স্ল্যাবে ঢালাই করা হয় না?
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী ছাদ স্ল্যাবের পুরুত্ব 7.5cm এবং মেঝে স্ল্যাব = 9cm-এর কম হওয়া উচিত নয়। কিন্তু আমাদের দেশে 10cm-এর কম পুরুত্বের স্ল্যাব ঢালাই করা হয় না।
312. বাসভবন এবং Public Building-এর Live load-এর পরিমাণ ধরা হয় যথাক্রমে-
ব্যাখ্যা: বাসভবন এবং Public Building-এর Live load এর পরিমাণ ৪০/১০০ পাউন্ড/বর্গফুট বা 450-500kg/cm² ধরা হয়। তবে বাসভবন ডিজাইন করার সময় লাইভ লোড 500kg/cm² ধরে ডিজাইন করা হয়।
315. রিবেড স্ল্যাবে টপ স্ল্যাবের পুরুত্ব ন্যূনতম পক্ষে রিবের মধ্যবর্তী যুক্ত দূরত্বের কত অংশ?
ব্যাখ্যা: টপ স্ল্যাবের পুরুত্ব ন্যূনতম পক্ষে Scm। অর্থবা রিবের মধ্যবর্তী মুক্ত দূরত্বের 1/10 থেকে 1/12
অংশ। এ দুটি মানের মধ্যে বড় মানটি গ্রহণযোগ্য। রিবের প্রন্থ 6.5 থেকে 12.5 সেমি হয়। রিবের ব্যাবধান 1.5 মি-এর বেশি হওয়া উচিত নয়।