সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
341. ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral Tie rod- এর সর্বনিম্ন Dia কত?
ব্যাখ্যা: ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral tie rod-এর সর্বনিম্ন Dia 10mm এবং সর্বোচ্চ dia 25 mm.
349. একটি One-way slab-এর Long এবং Short span- এর অনুপাত কত হয়?
ব্যাখ্যা: যে স্ল্যাবের শুধু দৈর্ঘ্য বরাবর বিম সাপোর্ট থাকে এবং এর স্ল্যাবের দৈর্ঘ্য (L.) ও প্রস্থ (B)-এর অনুপাত যদি 2-এর সমান বা বেশি হয়, তবে তাকে ওয়ানওয়ে স্ল্যাব বলে
352. Diagonal Tension সাপোর্টের দিকে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?/
ব্যাখ্যা: বিমে বেন্ডিং মোমেন্টের তুলনায় শিয়ার ফোর্স বেশি হলে বিমে কৌণিক টানজনিত কারণে কৌণিক ফাটলের সৃষ্টি হতে পারে। সাপোর্টের কাছাকাছি এই ফাটলগুলো অনুভূমিকের সাথে প্রায় 45° কোণে সৃষ্টি হয় এবং মধ্যস্থলে এ ফাটলগুলো প্রায় খাড়াভাবে বা 90° কোণে অবস্থান করে।
360. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
ব্যাখ্যা: ক্যান্টিলিভার বিয়ে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সাপোর্টে হয়ে থাকে। মোমেন্টের মান সব সময় ঋণাত্মক হয় বলে প্রধান রিইনফোর্সমেন্টকে সব সময় উপরিভাগে দেয়া হয়।