থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
321. গ্যাস ধ্রুবক-
আমরা জানি, Cp - Cv = R. সুতরাং বলা যায় যে, গ্যাস ধ্রুবক R হলো আপেক্ষিক তাপদ্বয় Cp এবং Cv এর বিয়োগফলের সমান।
আপেক্ষিক তাপদ্বয়ের যোগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের বিয়োগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের ভাগফলের সমান।
আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের সমান
322. উষ্ণতা কোন মাত্রায় সেন্টিগ্রেটেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান?
323. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে কী বলে?
324. STP-তে R-এর মান MKS-এ কত?
325. পানির সংকট তাপমাত্রা কত?
327. আপেক্ষিক তাপ = ?
আপেক্ষিক তাপঃ কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই
বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।
বস্তুর তাপীয় ক্ষমতা ভর x ১০০
328. অ্যামোনিয়া-এর স্ফুটনাঙ্ক কত?
329. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F-এ সেন্টিগ্রেড স্কেলে কত?
330. পানির আপেক্ষিক তাপ কত?
331. গ্যাস ধ্রুবককে আণবিক ভর দ্বারা গুণ করলে পাওয়া যায়।
সার্বজনিন গ্যাস ধ্রুবক, Ru = MR
332. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 2kg বায়ুর আয়তন 1.56m² হলে গ্যাস ধ্রুবক R-এর মান কত?
333. SI এককে গ্যাস ধ্রুবক R- এর মান কত?
334. কার্বন ডাই-অক্সাইডের স্ফুটনাঙ্ক কত?
335. 99°C তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত?
336. বর্তমানে কত ধরনের পরম স্কেল প্রচলিত আছে?
পরম স্কেল দুই প্রকার; যথা-
(ক) সেলসিয়াস স্কেল ও
(খ) কেলভিন স্কেল।
337. বাষ্প তাপ বহন করতে পারে-
339. 1 ক্যালরি = কত জুল?
1 cal = 4.2J এবং 1 kcal = 4.2kJ = 4200J
340. নিচের কোনটিকে পরম শূন্য তাপমাত্রা ধরা হয়?
যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে।
-273° সেলসিয়াস বা ০ (শূন্য) কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়।
Showing
321
to
340
of
350
results
Test Mode
Reading Mode