থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
201. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency) কোনটি?
ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BHP) এবং ইন্ডিকেটেড অশ্বক্ষমতার (IIP) সম্পর্ক বা অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটে ব্রেক অশ্বক্ষমতা এবং সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানি মিশ্রণের দহন ঘটলে সেখানে ইন্ডিকেটেড অশ্বক্ষমতা উৎপন্ন হয়।
ব্রেক অশ্বক্ষমতা (BHP) সুতরাং, যান্ত্রিক দক্ষতা (1) ইন্ডিকেটেড অশ্বক্ষমতা (IIIP)
202. "তাপ এবং যান্ত্রিক দক্ষতা পরস্পর পরিবর্তনশীল।"- এ অনুজ্ঞাটি প্রতিপাদন করেন কে?
203. স্ট্রিলিং এবং ইরিকশন সাইকেল উভয়ই কোন প্রসেস?
204. এক অশ্বক্ষমতা সমান-
মেট্রিক পদ্ধতিতে, এক অশ্বক্ষমতা (1 HP)= 735.5 ওয়াট =736 ওয়াট। ব্রিটিশ পদ্ধতিতে (অথবা ইলেকট্রিক্যাল) এক অশ্বক্ষমতা (1 HP) = 746 ওয়াট।
205. বহির্দহন ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের কোথায়?
⇒ অন্তর্দহ ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের ভিতরে। যেমন- পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন।
⇒ বহির্দহ ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের বাহিরে। যেমন- স্টিম ইঞ্জিন।
206. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপাদন করে কোন প্রক্রিয়ায়?
207. স্ট্রিলিং সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির চাপ এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
208. গ্যাস টারবাইন টেকনোলোজির ভিত্তি হলো-
গ্যাস টারবাইন-এ জ্বল এবং ব্রে-টন উভয় সাইকেলই ব্যবহৃত হয় (ওপেন সাইকেল-এর জন্য জুল এবং ক্লোজড সাইকেল গ্যাস টারবাইনের জন্য ব্রে-টন সাইকেল)।
209. জ্বালানির ক্যালরিফিক কোন এককে প্রকাশ করা হয়?
জ্বালানীর তাপীয় মানকে দ্বারা প্রকাশ করা হয় আর একক সমূহ হলো, (cal/kg, kcal/kg,J/kg,kJ/kg)এর অর্থ হলো প্রতি কেজিতে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়।
210. স্ট্রোক হিসাবে ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা যায়?
স্ট্রোক হিসাবে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা হয়-
(ক) ২ স্ট্রোক ইঞ্জিন ও (খ) ৪ স্ট্রোক ইঞ্জিন।
211. নিচের কোনটি ইরিভার্সিবল সাইকেল?
212. গ্যাস টারবাইনে নিম্নলিখিত কোন থার্মোডাইনামিক সাইকেল ব্যবহৃত হয়?
ব্রেটন বা জুল চক্রঃ গ্যাস টারবাইন প্ল্যান্টগুলো ব্রেটন বা জুল চক্র অনুসরণ করে চলে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্যাস টারবাইন, জেট-বিমানের গ্যাস টারবাইন ব্রেটন বা জুল চক্র অনুসরণ করে চলে।
213. IC ইঞ্জিনে সিলিন্ডারের ভিতর জ্বালানি দহনের ১৪২ পর যে শক্তি উৎপন্ন হয় সেটি কী?
IHP: Cylinder power.
BHP: Crankshaft power
FHP: IHP-BHP.
214. গ্যাস টারবাইনের কার্যক্রম মূল্যায়নের জন্য নিচের কোন চক্রটি ব্যবহৃত হয়?
215. জুল সাইকেলের দক্ষতা কেমন?
কার্নোট সাইকেলের চেয়ে বেশি
216. ডুয়েল কম্বাশন সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
ডুয়েল চক্রঃ বাস্তব ক্ষেত্রে অনেক কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন ডুয়েল চক্র অনুসরণ করে চলে। এদেরকে অনেকে সেমি- ডিজেল ইঞ্জিন নামে অভিহিত করে থাকেন। বাস্তব ক্ষেত্রে হাই- স্পিড ডিজেল ইঞ্জিন ডুয়েল সাইকেল অনুসরণ করে চলে।
কাট-অফ রেশিও এবং কম্প্রেশন রেশিও
217. স্ট্রিলিং সাইকেলের দক্ষতা কোন সাইকেলের থেকে কম?
218. নিচের কোন সম্পর্কটি সঠিক?
219. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপন্ন করে কীভাবে?
তাপ ইঞ্জিন (Heat Engine)ঃ তাপ ইঞ্জিন হলো এমন একটি পদ্ধতি যা তাপ বা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যা পরে যান্ত্রিক কাজ করতে ব্যবহৃত হয়। এটি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার মধ্যে কাজ করে।
তাপ গ্রহণ ও বর্জনের মধ্যমে
220. কোনো যন্ত্রের যান্ত্রিক দক্ষতা বলতে বুঝায়।
ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BUP) ও নির্দেশিত অশ্বক্ষমতার (IIIP) অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে।
প্রয়োগকৃত বল ও প্রাপ্ত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের সমষ্টি
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের গুণফল
Showing
201
to
220
of
350
results
Test Mode
Reading Mode