Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
201. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency) কোনটি?
ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BHP) এবং ইন্ডিকেটেড অশ্বক্ষমতার (IIP) সম্পর্ক বা অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটে ব্রেক অশ্বক্ষমতা এবং সিলিন্ডারের দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানি মিশ্রণের দহন ঘটলে সেখানে ইন্ডিকেটেড অশ্বক্ষমতা উৎপন্ন হয়। ব্রেক অশ্বক্ষমতা (BHP) সুতরাং, যান্ত্রিক দক্ষতা (1) ইন্ডিকেটেড অশ্বক্ষমতা (IIIP)
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
202. "তাপ এবং যান্ত্রিক দক্ষতা পরস্পর পরিবর্তনশীল।"- এ অনুজ্ঞাটি প্রতিপাদন করেন কে?
বয়েল
চার্লস
জুল
গে-লুসাক
203. স্ট্রিলিং এবং ইরিকশন সাইকেল উভয়ই কোন প্রসেস?
রিভার্সেবল প্রসেস
ইরিভার্সেবল প্রসেস
এডিয়াবেটিক প্রসেস
কোনোটিই নয়
204. এক অশ্বক্ষমতা সমান-
মেট্রিক পদ্ধতিতে, এক অশ্বক্ষমতা (1 HP)= 735.5 ওয়াট =736 ওয়াট। ব্রিটিশ পদ্ধতিতে (অথবা ইলেকট্রিক্যাল) এক অশ্বক্ষমতা (1 HP) = 746 ওয়াট।
৭৩৬ ওয়াট
৭৪৯ ওয়াট
৭৪৬ ওয়াট
৭৩৭ ওয়াট
205. বহির্দহন ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের কোথায়?
⇒ অন্তর্দহ ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের ভিতরে। যেমন- পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। ⇒ বহির্দহ ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের বাহিরে। যেমন- স্টিম ইঞ্জিন।
ভিতরে
ইঞ্জিনের বাইরে
আলাদা ইঞ্জিনে
কোনোটিই নয়
206. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপাদন করে কোন প্রক্রিয়ায়?
জ্বালানি →তাপ→ কাজ
তাপ →জ্বালানি →কাজ
কাজ →তাপ →জ্বালানি
কোনোটিই নয়
207. স্ট্রিলিং সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির চাপ এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
কোনোটিই নয়
208. গ্যাস টারবাইন টেকনোলোজির ভিত্তি হলো-
গ্যাস টারবাইন-এ জ্বল এবং ব্রে-টন উভয় সাইকেলই ব্যবহৃত হয় (ওপেন সাইকেল-এর জন্য জুল এবং ক্লোজড সাইকেল গ্যাস টারবাইনের জন্য ব্রে-টন সাইকেল)।
Rankine cycle
Otto cycle
Power cycle
Brayton cycle
209. জ্বালানির ক্যালরিফিক কোন এককে প্রকাশ করা হয়?
জ্বালানীর তাপীয় মানকে দ্বারা প্রকাশ করা হয় আর একক সমূহ হলো, (cal/kg, kcal/kg,J/kg,kJ/kg)এর অর্থ হলো প্রতি কেজিতে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়।
kJ
kJ/kg
kg/m²
kJ/m³
210. স্ট্রোক হিসাবে ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা যায়?
স্ট্রোক হিসাবে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা হয়- (ক) ২ স্ট্রোক ইঞ্জিন ও (খ) ৪ স্ট্রোক ইঞ্জিন।
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
211. নিচের কোনটি ইরিভার্সিবল সাইকেল?
কার্নোট
স্ট্রিরিলিং
এরিকসন
কোনোটিই নয়
212. গ্যাস টারবাইনে নিম্নলিখিত কোন থার্মোডাইনামিক সাইকেল ব্যবহৃত হয়?
ব্রেটন বা জুল চক্রঃ গ্যাস টারবাইন প্ল্যান্টগুলো ব্রেটন বা জুল চক্র অনুসরণ করে চলে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্যাস টারবাইন, জেট-বিমানের গ্যাস টারবাইন ব্রেটন বা জুল চক্র অনুসরণ করে চলে।
অটো সাইকেল
ইরিকশন সাইকেল
ডিজেল সাইকেল
ব্রেটন সাইকেল
213. IC ইঞ্জিনে সিলিন্ডারের ভিতর জ্বালানি দহনের ১৪২ পর যে শক্তি উৎপন্ন হয় সেটি কী?
IHP: Cylinder power. BHP: Crankshaft power FHP: IHP-BHP.
BHP
IHP
FHP
উপরের কোনোটিই নয়
214. গ্যাস টারবাইনের কার্যক্রম মূল্যায়নের জন্য নিচের কোন চক্রটি ব্যবহৃত হয়?
কার্নেটি (Carnot)
অটো (Otto)
জুল (Joule)
ডিজেল (Diesel)
215. জুল সাইকেলের দক্ষতা কেমন?
কার্নোট সাইকেলের চেয়ে বেশি
কার্নোট সাইকেলের চেয়ে কম
কার্নোট সাইকেলের সমান
কোনোটিই নয়
216. ডুয়েল কম্বাশন সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
ডুয়েল চক্রঃ বাস্তব ক্ষেত্রে অনেক কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন ডুয়েল চক্র অনুসরণ করে চলে। এদেরকে অনেকে সেমি- ডিজেল ইঞ্জিন নামে অভিহিত করে থাকেন। বাস্তব ক্ষেত্রে হাই- স্পিড ডিজেল ইঞ্জিন ডুয়েল সাইকেল অনুসরণ করে চলে।
কাট-অফ রেশিও
কম্প্রেশন রেশিও
কাট-অফ রেশিও এবং কম্প্রেশন রেশিও
কোনোটিই নয়
217. স্ট্রিলিং সাইকেলের দক্ষতা কোন সাইকেলের থেকে কম?
কার্নোট সাইকেল
অটো সাইকেল
জ্বল সাইকেল
লেনুরির সাইকেল
219. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপন্ন করে কীভাবে?
তাপ ইঞ্জিন (Heat Engine)ঃ তাপ ইঞ্জিন হলো এমন একটি পদ্ধতি যা তাপ বা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যা পরে যান্ত্রিক কাজ করতে ব্যবহৃত হয়। এটি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার মধ্যে কাজ করে।
তাপ গ্রহণের মাধ্যমে
তাপ বর্জনের মাধ্যমে
তাপ গ্রহণ ও বর্জনের মধ্যমে
উপরের কোনোটিই নয়
220. কোনো যন্ত্রের যান্ত্রিক দক্ষতা বলতে বুঝায়।
ইঞ্জিনের ব্রেক অশ্বক্ষমতা (BUP) ও নির্দেশিত অশ্বক্ষমতার (IIIP) অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলে।
প্রয়োগকৃত বল ও প্রাপ্ত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের সমষ্টি
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের গুণফল