মিজ এক ধরনের অর্ধ-কঠিন লুব্রিক্যান্ট, যা খনিজ তেল বা সিনথেটিক অয়েলের সাথে জেলি বা থিকেনিং এজেন্ট, অ্যাডিটিভস এবং ফিলার-এর সংমিশ্রণে তৈরি হয়। কতকগুলো বিশেষ ক্ষেত্রে অয়েল লুব্রিকেশনের চেয়ে মিজ লুব্রিকেশন অধিক ফলপ্রসূ।
149. আনুভূমিক ইঞ্জিনে সিলিন্ডারের ভেতর পিস্টনের মাথা সর্বাধিক যে অবস্থানে পৌঁছাতে পারে, তাকে -- বলে।
(ক) টপ ডেড সেন্টার (TDC) : সিলিন্ডারের ভিতর পিস্টনের সর্বোচ্চ অবস্থান, যার উপর পিস্টন উঠতে পারে না, তাকেই টপ ডেড সেন্টার (TDC) বলে।
(খ) বটম ডেড সেন্টার (BDC): ইঞ্জিন সিলিন্ডারের ভিতর পিস্টনের সর্বনিম্ন অবস্থান, যার নিচে পিস্টন নামতে পারে না, তাকেই বটম ডেড সেন্টার (BDC) বলে।
(গ) স্ট্রোক দৈর্ঘ্য (Stroke length) 3 BDC থেকে TDC পর্যন্ত দৈর্ঘ্যকেই স্ট্রোক দৈর্ঘ্য (Strok length) বলে।
উল্লম্ব ইঞ্জিন (Vertical engine) -
(i) TDC (Top Dead Centre)
(ii) BDC (Bottom Dead centre)
আনুভূমিক ইঞ্জিন (Horizontal engine) -
(i) IDC (Inner Dead centre)
(ⅱ) ODC (Outer Dead centre)
2-Stroke ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা 4-Stroke engine- চেয়ে বেশি কারণ 2-Stroke-এর। revolution-এ পাওয়ার পাওয়া যায় কিন্তু 4-Stroke-এর ক্ষেত্রে 2 revolution- পাওয়ার পাওয়া যায়। অর্থাৎ 2-Stroke-এর ক্ষেত্রে ২ বার ফায়ার করতে যে সময় ব্যয় হয়, এ-Stroke-এর ক্ষেত্রে সেই সময়ে মাত্র। বার ফায়ার হয়, যা 2-Stroke-এর যান্ত্রিক দক্ষতা বৃদ্ধি করে।
গাড়িতে ব্যবহৃত এয়ারকন্ডিশনিং, যাত্রাবিরতি ইত্যাদি থাকার পরেও ইঞ্জিনের রানিং তাপমাত্রা 190° হতে 220 এর মধ্যে থাকতে হবে। তাপমাত্রা এই সীমা অতিক্রম করলে রেডিয়েটর এবং কুল্যান্ট ফ্লুইড বার্নিং হওয়ার উচ্চ বুঝুঁকিতে থাকে।
অটোমোবাইল একটি স্বয়ংক্রিয় যানবাহন (Vehicle), যা প্রাকৃতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে চলাচল করে এবং স্থলপথে যাত্রী ও মালামাল বহন করে। ব্যবহার (Use) বিবেচনা করে মোটরযানকে পাঁচ ভাগে শ্রেণিভেদ করা হ্যায়, যেমন-
(ক) অটোসাইকেল বা মোপেড, (খ) স্কুটার বা মোটর সাইকেল, (গ) কার (Car), (ঘ) বাস (Bus) ও ট্রাক (Truck) এবং (৫) ট্র্যাক্টর (Tractor)। সুতরাং, বলা যায় যে, আকাশপথে চলমান Aeroplane অটোমোবাইল নয়।
155. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি বৈদ্যুতিক পদ্ধতির প্রাণকেন্দ্র হিসেবে পরিগণিত হয়। ব্যাটারি ছাড়া মোটরযানের ক্র্যাংকিং মটর চলতে পারে না। যখন ইঞ্জিনকে স্টার্টিং-এর জন্য ক্র্যাঙ্ক করা হয়, তখন এটা ফ্র্যাংকিং মটর ও ইগনিশন পদ্ধতির জন্য কারেন্ট সরবরাহ করে ইঞ্জিনকে চালু করে।
পেট্রোল ইঞ্জিনের দহন প্রকোষ্ঠে সংকুচিত যাতাস ও পেটোলের মিশ্রণে স্পার্ক প্লাণের অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হলে দহন ঘটে। এটাকেই পেট্রোল ইঞ্জিনের দহন বলে। দহনের ফলে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়।
বাতাস বা এয়ার ব্লাস্ট ইনজেকশন পদ্ধতিতে ইনজেক্টর দ্বারা চাপযুক্ত বাতাসের সমন্বয়ে ডিজেল জ্বালানি দহন প্রকোষ্ঠে স্প্রে করা হয়।