হাই-প্রেসার পাম্প লো-প্রেসার লাইনের জ্বালানি গ্রহণ এবং অধিক চাপ প্রয়োগে বাষ্পীভূত করে সংকুচিত বাতাসের সঙ্গে মিশে দহন উপযোগী করাই হলো হাই-প্রেসার পাম্পের কাজ।
102. আংশিক পাতনে পেট্রোলিয়াম আলাদা করা হয়- (i) 21-70°C গ্যাসোলিন (ii) 121-170°C ন্যাপথা (iii) 171-270°C' ডিজেল কোটি সঠিক?
আংশিক পাতনে পেট্রোল বা গ্যাসোলিন আলাদা করা হয়। 21-70℃ তাপমাত্রায় এবং ডিজেল আলাদা করা হয় 171-270℃ তাপমাত্রায়। উল্লেখ্য ন্যাপথা আলাদা করা হয় 71-120℃ তাপমাত্রায়।
108. পেট্রোলিয়াম-সম্পর্কিত নিচের বাক্যগুলো লক্ষ্য কর- (i) পেট্রোলিয়াম একটি গ্রিক শব্দ (ii) এটির প্রধান ব্যবহার হলো তড়িৎ ও যান্ত্রিক শক্তি উৎপাদন (iii) পরিবহনের জ্বালানি কোনটি সঠিক?
পেট্রোলিয়ামের নামকরণ হয়েছে দুটি গ্রিক শব্দ 'Petra (rock) এবং Oleum (oil) থেকে। এ কারণে পেট্রোলিয়ামকে অনেক সময় 'Rock oil' বা 'Mineral oil'-ও বলা হয়। পেট্রোলিয়ামের প্রধান ব্যবহার হলো তড়িৎ ও যান্ত্রিক শক্তি উৎপাদন। এ ছাড়াও এটি রান্না এবং পরিবহনের জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
সিআই ইঞ্জিন অর্থ কম্প্রেশন ইগনিশন (Compression Ignition) ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন। কারণ, এ ইঞ্জিনে সিলিন্ডারের মধ্যে উচ্চ কম্প্রেশন চাপ ও তাপের বাতাসের মধ্যে ফুয়েল স্প্রে হলে কম্বাশন ঘটে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। এ ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ ব্যবহার করা হয় না।
শক্তির অন্যতম প্রাকৃতিক উৎস পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম শব্দের অর্থ খনিজ তেল অর্থাৎ খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। গ্রিক শব্দ 'পেট্রা' ও লাতিন শব্দ অলিয়াম' থেকে পেট্রোলিয়াম শব্দের উৎপত্তি। এখানে 'পেট্রা শব্দের অর্থ পাথর এবং 'অলিয়াম' অর্থ তেল। অর্থাৎ পেট্রোলিয়াম। শব্দের অর্থ দাঁড়ায় পাথরের তেল। পেট্রোলিয়াম জাতীয় পদার্থের একটি বড় অংশ ব্যবহৃত হয় যানবাহনের জ্বালানি হিসেবে, যেমন- পেট্রোল বা গ্যাসোলিন, ডিজেল, কেরোসিন, প্রোপেন, বিউটেন, অকটেন ইত্যাদি।
ডিজেল ইঞ্জিনে বাতাস ও জ্বালানির সংকোচন অনুপাত যথাক্রমে ১৩:১ হতে ২২:১ পর্যন্ত হয়ে থাকে। প্রশ্নে বাতাস এবং জ্বালানির অনুপাতের শুধুমাত্র বাতাসের ভাগের সীমাবদ্ধতা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে বাতাসের ভাগের সাথে প্রতি ভাগ বা ১ ভাগ জ্বালানি ধরতে হবে। যেহেতু বাতাস ও জ্বালানির অনুপাতে বাতাস ১৩ হতে ২২ ভাগ পর্যন্ত হয়ে থাকে, সেহেতু 'খ' নম্বর ১৫ থেকে ২০ ভাগ উত্তরটি সঠিক হবে।