Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. SPT দ্বারা মাটির কোন ধর্ম নির্ণয় করা হয়?
ব্যাখ্যা: SPT বা Standard penetration test দ্বারা মাটির আপেক্ষিক ঘনত্ব, শিয়ার প্রতিরোধের ক্ষমতা, আনকনফাইন্ড কম্পোসিড স্ট্রেংথ নির্ণয় করা হয়।
Permeability
Shear Strength
Tensile Strength
Unit Weight
22. A ও B দুই বিন্দুর দূরত্ব মিটার। Gradient = ? 50 মিটার, উচ্চতার পার্থক্য = 1
ব্যাখ্যা: প্রতি 50 মিটার দূরত্বে উচ্চতা। মিটার হলে ঢাল হবে- 1x100 =2%
2%
5%
20%
কোনোটিই নয়
23. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
ব্যাখ্যা: কংক্রিট শুধু চাপা বল (Comperssion) নিতে পারে।
Comperssion
Tension
Bending
কোনোটি নয়
24. কোন Survey method এ Field observation এবং Plotting একই সাথে করা হয়?
ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ। প্লেন টেবিল জরিপে মাঠ পরীক্ষা এবং নকশায়ন একই সাথে করা হয়। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।
Plane Table Survey
Chain Survey
Tacheometry Survey
Compass Survey
25. পয়ঃবর্জ্যের সবচেয়ে উপযোগী Laboratory পরীক্ষা কোনটি?
pH
BOD
Turbidity
COD
26. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.995m ও-3.04m। কক্ষের উচ্চতা কত?
3.985m
2.095m
4.035m
3.513m
27. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%, কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
ব্যাখ্যা: Los Angeles Abrasion Value এর শতকরা মান যত কম হবে Materials এর শক্তি তত বেশি হবে।
A
C
B
D
28. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
ব্যাখ্যা: কাঠের seasoning-এর আরো কিছু উদ্দেশ্য রয়েছে- (ক) টিম্বারকে রংকরণের উপযোগী করা। (খ) টিম্বারের শক্তি বৃদ্ধি করা। (গ) টিম্বারের সংকোচন ও প্রসারণ দূর করা।
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
29. 250mm Rod-কে 50kN বল দিয়ে টানলে তা যদি 0.3mm বর্ধিত হয় তাহলে Strain-এর মান কত?
0.0125
0.0012
0.012
0.0015
30. একটি বিমের উপর Uniformly distributed load থাকলে তার Bending Moment diagram এর আকৃতি কীরূপ হবে?
Linear
Cubic
Parabolic
কোনোটি নয়
31. আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে কোন প্রণালি?
ব্যাখ্যা: বেরিং প্রণালি আমেরিকা ও এশিয়াকে বিভক্ত করে। এশিয়া ও ইউরোপকে বিভক্ত করে বসফরাস প্রণালি, ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্ত করে পক প্রণালি।
ফ্লোরিডা
বসফরাস
পক
বেরিং
32. ত্রিভুজের ভূমি ৮ এবং উচ্চতা । হলে, ভূমি বরাবর moment of inertia কত?
bh^3/36
bh^3/12
bh^3/48
Hb^3/36
33. A এবং B স্থানের Staff Reading যথাক্রমে 5.75 ও 6.85 মিটার। এ স্থানের R.L যদি 200 মি. হয়, তবে B স্থানের R.L কত?
194.25 মি.
198.9 মি.
201.1 মি.
206.86 মি.
34. SPT-এ Drop Hammer-এর ওজন কত?
ব্যাখ্যা: SPT-এ Drop Hammer-এর ওজন 63.5 kg.
55kg
75 kg
70kg
কোনোটিই নয়
35. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করবে?
1/5
1/4
1/6
1/3
36. কোনটির Cohesion সবচেয়ে বেশি হতে পারে?
ব্যাখ্যা: clay বা কাদামাটির cohesion সবচেয়ে বেশি। কারণ কাদামাটির আঠালোভাব বেশি।
Sand
Silt
Clay
Gravel
37. Engineer's Chain-এর দৈর্ঘ্য কত?
66 ফুট
100 মিটার
100 ফুট
300 ফুট
38. Pipe এর Headloss এর কারণ কী?
প্রবাহজনিত ঘর্ষণ
হঠাৎ প্রসারণ
হঠাৎ সংকোচন
সবগুলো
39. একটি বিমের উপর Linearly distributed load থাকলে তার Shear Force Diagram-এর আকৃতি কীরূপ হবে?
ব্যাখ্যা: LDL-এর জন্য SFD হবে Linear Linear মানে হেলানো সরল রেখা।
Parabolic
Cubic
Linear
কোনোটি নয়
40. পানিতে Alkalinity কোনটির কারণে হয়?
HCO3
OH
CO
সবগুলো