ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাকার থেকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এটিতে মোট ৫১টি পদ রয়েছে। এর প্রকৃত নাম চর্যাচর্যবিনিশ্চয়।
ব্যাখ্যা: 'The patriot' কবিতাটি এর রচনা। তিনি Victorian যুগের একজন কবি Robert Browining তাঁর কবিতাগুলো হলো- The Last Duchess, Men and Women, The Ring of the Book.
76. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' পঙক্তিটির রচয়িতা কে?
ব্যাখ্যা: মধ্যযুগের শ্রেষ্ঠকবি ভারতচন্দ্রের রচনা অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল তিন অংশে বিভক্ত। উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের। ভারতচন্দ্রের জন্ম হাওড়া জেলায়। মৃত্যু ১৭৬০ সালে।