81. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূধন দত্ত। বঙ্গভাষা কবিতা বাংলা সাহিত্যের প্রথম সনেট। চতুর্দশপদাবলি সনেট সংকলন। সনেটে তাঁর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তীকে সাহিত্যের ভোরের পাখি বলা হয়। এ নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার প্রবক্তা। তাঁর গ্রন্থ বঙ্গসুন্দরী, সারদামঙ্গল
ব্যাখ্যা: চোখের বালি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ। এটি বাংগা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এর চরিত্র বিনোদিনী, বিহারী। তাঁর অন্যান্য উপন্যাস- দুই বোন, চার অধ্যায়, গোয়া।
ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের প্রয়োগ ঘটান। তাঁর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাশ, প্রভাবতী, সম্ভাষণ ইত্যাদি।
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক "কৃষ্ণকুমারী"। নাটকটি ১৮৬০ সালে প্রকাশিত হয়। নাটকটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি।
92. বাংলা ভাষায় 'জীবনী সাহিত্য' রচনার প্রথম উদাহরণ কী?
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য "শ্রী চৈতন্যের জীবনী কাব্য"। চৈতন্য-ভাগতে শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য। চৈতন্য-জীবনীগ্রন্থ "কড়চা" নামে পরিচিত।
93. 'একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লীজননী' গানটির রচয়িতা কে?
ব্যাখ্যা: চরণটি কাজী নজরুলের রচনা। কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা ১৯২২ সাল প্রকাশিত। তাঁর অন্যান্য গ্রন্থ
চক্রবাক, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, বিষের বাঁশি।
ব্যাখ্যা: সাহিত্যিক শওকত আলী রচিত উপন্যাস "প্রদোষে প্রাকৃতজন"। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- ওয়ারিশ, কুলায় কালস্রোতে এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।