সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর এবং সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮ - ১৩৫২)। তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০- ১৫৬৫)।
উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কারণে আলোচিত। উয়ারী-বটেশ্বর ২০০০ সালে প্রত্নতাত্তিক খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ আবিষ্কারের কারণে আলোচনায় এসেছে। এ স্থানটি > নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত।
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র। প্রাচীনযুগে বাংলা নামে কোনো অষন্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌডড় হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার সবপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র।
10. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন। এই চুক্তির মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয়।