Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. The slump test of concrete is used to measure its (কনক্রিটের স্ল্যাম্প টেষ্ট কআ হয়... নির্ণয় করতে)
consistency
tensile and compressive strengrh
impact value
homogenecity
2. Level crossing is a (লেভেল ক্রসিং হলো)--
তথ্য: লেভেল ক্রসিং হলো একপ্রকার সতর্কতা মূলক।
regulatory sign
warning sign (সতর্কতা মূলক)
informatory sing (তথ্য মূলক)
none of these
3. The resultant of two forces P and Q (such that P>Q) acting along the same straight line, but in opposite direction, is given by (একই রেখায় কিন্তু ভিন্ন দিকে ক্রিয়াশীল ও বলের লব্ধি বল)
তথ্য: যদি দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর একই সময়ে ক্রিয়াশীল হয় এবং এমন একটি বল নির্ণয় করা যায় যার ক্রিয়াফল ঐ বস্তুতে ক্রিয়ারত বলসমূহের মিলিত ক্রিয়ার সমনি হয় তবে তাকে লব্ধি বলে।
P+Q
P-Q
P/Q
Q/P
4. The water bearing strata layer of sand, gravel etc is called-(বালি বা গ্রাভেল স্তর হতে যে পানি পায় তাকে বলে-
তথ্য: বা ভূগর্ভস্থ সিক্ত শিলান্তর হলো উদক বা জলবহনকারী ভূগর্ভস্থ শিলার স্তর বা অসংহত উপাদান (নুড়ি, বালি, পলি) স্তর যা থেকে কূপের সাহায্যে ভূগর্ভস্থ জল উত্তলন করা যায়।
Aquifer
aquitard
aquiclude
None
5. A good quality cement should have higher percentage of (ভালো সিমেন্টে... উচ্চ মাত্রায় থাকা উচিৎ)
তথ্য: tri- calcium silicate (C3S) অল্প সময়ের মধ্যে অধিক শক্তি প্রদানকারী উপাদান। উচ্চ মাত্রায় C3S উচ্চ শক্তি প্রর্দশণ করে। এ কারণে সিমেন্টে এর পরিমাণ বেশী থাকা জরুরী।
silica
free lime
di-calcium silicate
tri-calcium silicate
6. The super - elevation is সুপার এলিভেশন
directly proportional to the velocity of vehicles (যানবাহনের গতির সমানুপাতিক)
inversely proportional to the velocity of vehicles
directly proportional to the width of
inversely proportional to the width of pavement
7. The main object of providing a camber is-(ক্যাম্বার প্রদানের কারণ)
To make the road surface impervious
To make the road surface durable
To drain off rain water from road surface, as quickly as possible
All of these
8. The turbidity in water is caused due to (পানির আবিলত্বের জন্য দায়ী)
তথ্য: Turbidity খালি চোখে অঅমরা যেটাকে ঘোলা পানি বলি তাই পানির আবলিত্ব। পানিতে ভাসমান বিভিন্ন অঝৈব পদার্থ যেমন পলিমাটি, কাদামাটি এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র জৈব পদার্থ পানিতে রং ঘোলা দেখায়। এটাই পঅনির আবলিত্ব। খাবার পানিতে আবিলত্বেও অনুওমাদিত মাত্রা পি.পি.এম।
silt clay
finely divided
organic water
all of these
9. The chief ingredient of a paint is( রং এর প্রধান উপাদান)
তথ্য: pigmentকাঙ্খিত বর্ণ প্রদান করে। তাই রং এর প্রধানউপাদান) pigment।
alcohol
drier
oil
pigment
10. Seasoning of tunber (কাঠের সিজনিং)--
তথ্য: কাঠের কোষ ও কোষ প্রাচীরে অবস্থিত পররস ও জলীয়কণা যে প্রক্রিয়ায় অপসারণ করা হয় তাকে কাঠের সিজনিং বা ঋতু সহকরণ বলা হয়। অর্থাৎ সদ্য চেরাই করা বা ভেজা কাঠ থেকে পানিকে কমিয়ে অঅবহাওয়ার সমপরিমাণ করাকেই কাঠেরঋতু সহকরণ বলে।
increase the weight of timber
improves strength properties of timber
does not gives dimensional stability
all of these
11. For irrigation purpose water P-H should be-(সেচ কজে পানির PHমান হওয়া উচিৎ-)
Between 8.5-11
Between 6-8.5
Between 3-6
More than 11
12. Figure shows the three co-planner forces P,Q and R acting at a point O. If these forces are in equilibrium, then (চিত্রে তিনাট সমতলীয় বল একটি বিন্দু তে ক্রিয়া করে। যদি বল গুলো সাম্যাবস্থায় হয় তবে....
P/ sinß= Q/sinß =R/ sinß
P/Sinα= Q/ Sinß= R/Sinγ
P / Sinγ = Q/ Sinα =R/Sinß
P/ Sinα=Q/ Sinγ=R/sinß
13. গভীর নলকূপ থেকে পানি উঠাবার জন্য কোন পাম্পটি বেশী উপযোগী?
তথ্য: airlift pump হাওয়া সংকুচিত করে গভীর কূপ থেকে পানি উত্তোলন করে। centrifugal pump গতিশক্তির মাধ্যমে তরল প্রবাহিত করে। উচ্চ গতিতে প্রবাহিত করার জন্য jet pumpব্যবহার করা হয়। Resiprocating pump সাধারন স্বল্প উচ্চতায় পানি উত্তলন করে।
centrifugal pump
airlift pump
Resiprocating pump
jet pump
14. The top of the ground on which the foundation of road rests, is called (সড়কের ভিত্তি ভূমির যে স্থানের উপর অবস্থান তাকে বলে-
তথ্য: মাটির যে স্তর সড়ক কাঠামোকে ধারণ করে তাকে সড়কের সাবগ্রেট বলে। সাবগ্রেট Stabilized করতে ব্যবহার করা হয় সিমেনচ অথবা চুন।
Sub-grade
soling
Base
wearing
15. The most common coagulant is-(সাধারণত কোয়াগুলেন্ট হিসেবে ব্যবহৃত হয়)
তথ্য: অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালাম বা ফিটকিরি পানি শাদনে ব্যপকভাবে ব্যবহৃত হয।
Alum
Ferric chloride
Ferric sulphate
chloride coppers
16. The water obtained from tube well is known as-
তথ্য: ভূ-নিম্নস্থ বা আমরা টিউবওয়েলের সাহায্যে তুলে থাকি।
Sub surface water
surface water
Precipitation
Run off water
17. Useful soil moisture for plant growth, is (গাছের বৃদ্ধিতে দরকারী মাটির আদ্রতাকে বলে)
তথ্য:-নিষ্কাশন হওয়ার পর মাটিতে যে পানি অবশিষ্ট থাকে তাকে Capillary waterবলে
Capillary water
Gravity water
Hygroscopic water
Chemical water
18. When the pH value of water is...it represents acid (যখন পানির মান...ইহা এসিড নির্দেশ করে)
তথ্য: জিপসাম সিমেন্টের জমাট বাধার সময় নিয়ন্ত্রন করে। জিপসাম সিমেন্টের সেটিং এ্যাকশন এর গতিকে রোধ করেসেটিং টাইম বৃদ্ধি করে। জিপসাম সিমেন্টের flash setting রোধ করে।
shorten the setting time of cement
shorten the setting time of cement
decrease the burning temperature
decrease the grinding time
19. The highest point on road surface is called (সড়ক পৃষ্ঠের সবোর্চ্চ বিন্দুকে বলে)
তথ্য: পানি নিষ্কাশনের জন্য সড়ক পৃষ্ঠে ক্যাম্বার বা ঢাল প্রদান করা হয়। সড়ক পৃষ্ঠের সবোর্চ্চ বিন্দুকে বলে Crown
Crown
camber
Gradient
berm