3096. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
পার্বত্য জেলা খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুটিলা গুহা, রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুটির ইত্যাদি। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সমুদ্র সমতল থেকে ৩০০০ ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এ গুহাটি খুবই অন্ধকার ও শীতল, যার তলদেশে রয়েছে প্রবহমান ঝরনা।