Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
3141. নদীবিহীন দেশ কোনটি?
ইরাক
সিরিয়া
সৌদি আরব
মিশর
3142. বাংলা সাল কে প্রবর্তন করেন?
শেরশাহ
হুমায়ুন
আকবর
শশাঙ্ক
3143. অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
বাফার
ক্ল্যাডিং
জ্যাকেট
কোর
3144. 'টিউলিপ' এর দেশ কোনটি?
থাইল্যান্ড
জাপান
নেদারল্যান্ড
ফিনল্যান্ড
3145. কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?
তথ্য: পৃথিবীর জমজ নামে পরিচিত শুত্রের কোনো উপগ্রহ নেই।
শুক্র
বৃহস্পতি
পৃথিবী
ইউরোনাস
3146. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
হোয়াইট হল
ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
মার্বেল চার্চ
বুশ হাউজ
3147. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
ব্যথার দান
সোনার তরী
শিউলি মালা
দোলনচাঁপা
3148. সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট-
১ টাকা
৫ টাকা
২ টাকা
১০ টাকা
3149. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট?
তথ্য: বারাক হুসেইন ওবামা ২ (জন্ম ৪ঠা আগস্ট, ১৯৬১) একজন অ্যামেরিকান রাজনীতিবিদ এবং আইনজীবী যিনি ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
৪২ তম
৪৪ তম
৪৩ তম
৪৫ তম
3150. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
এম মনসুর আলী
সৈয়দ নজরুল ইসলাম
এ এইচ এম কামরুজ্জামান
3151. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে?
তথ্য: পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই স্বাক্ষর করেছিল।
২ ডিসেম্বর ১৯৯৫
২ ডিসেম্বর ১৯৯৭
২ডিসেম্বর ১৯৯৬
২ ডিসেম্বর ১৯৯৮
3152. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
১৬ ডিসেম্বর, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭৩
3153. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশকে নিয়ে ১৯৯৭ সালে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা হলো BIMSTEC। সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। Conference on Interaction and Confidence-Building Measures in Asia বা CICA-এর সচিবালয় কাজাখস্তানের রাজধানী নুরসুলতানে অবস্থিত। Indian Ocean Rim Association বা IORA-এর সদর দপ্তর মরিশাসের এবেনে শহরে অবস্থিত। আর সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে।
BIMSTEC
CICA
IORA
SAARC
3154. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর: নেপাল। ১৯০৭ খ্রীস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার পুঁথি আবিষ্কার করেন।
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
3155. চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
তথ্য: ১৩ মে ২০১১ তুরস্কেও রাজধানী ইত্তাম্বুলে জাতিসংঘের চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক দরিদ্রতা, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবসম্পদের কাঠামোগত দুর্বলতার উপর ভিত্তি কওে কিছু দেশকে ১০০ নামক শ্রেণীতে অন্তভূক্ত করে। এই ১৪৩০ দেশসমূহের প্রথম সম্মেলন ১৯৮১ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টিও প্যারিসে অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। তৃতীয় সম্মেলন ২০০১ সালে বেলজিয়ামের ক্রাসেলসে অনুষ্টিত হয়। চতুর্থ সম্মেলন ২০০১ সালের সম্মেলনে গৃহীত বিভিন্ন কর্মসুচীর অগ্রগতি এবং ১৯০ অন্তর্ভুক্ত দেশসমূহের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান ১৩৬ ভুক্ত দেশ ৪৮টি।
ব্রাসেলস
ইস্তাম্বুল
তেহরান
নয়াদিল্লী
3156. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
উত্তর: জমিদার নিজাম শাহ। এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।উত্তর: জমিদার নিজাম শাহ। এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
3157. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
১৮ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০১
১৯ নভেম্বর ২০০১
১৭ নভেম্বর ১৯৯৯
3158. 'ডিজিটাল বাংলাদেশ' ঘোষণা করা হয়-
২৯ ডিসেম্বর, ২০০৯
২১ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৯
3159. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
তথ্য: মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
3160. বাংলাদেশের কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
তথ্য: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ১০ নং সেক্টও কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল। এ সেক্টও গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সের প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তান নৌ বাহিনীর আটজন বাঙ্গালি নৌ কমান্ডার। এ সেক্টরে কোন কমান্ডার ছিলনা।
৯ নং
১১ নং
১০ নং
১২ নং