ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেকট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
141. বৈদ্যুতিক বাঘের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
ব্যাখ্যা: টাংস্টেন-এর মেল্টিং পয়েন্ট অনেক বেশি বলে বৈদ্যুতিক বাজের ফিলামেন্টে টাংস্টেন ব্যবহার করা হয়।
145. একটি ১০০Wএর বাতি ও একটি ২০০W এর বাতি সিরিজে ২২০V এর Source সংযোগ করলে কোন বাতিটি বেশি আলো দিবে?
ব্যাখ্যা: 100W এর বাতির টাংস্টেন তারাটি চিকন থাকে, যার জন্য এ রেজিস্ট্যান্স বেশি এবং 200য় এর বাতির টাংস্টেন তারাট মোটা থাকে, যার জন্য এর রেজিস্ট্যান্স কম থাকে। তাই 100W এর বাতিটি বেশি আলো দিবে।