ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেকট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
161. 140V একটি ডায়ানামো 652 রোধের একটি বাতির মধ্য দিয়ে 24 তড়িৎ প্রবাহ ঘটায়। বাতির ব্যয়িত ক্ষমতা কত ওয়াট?
163. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
ব্যাখ্যাঃ যে-সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাদেরকে অন্তরক বা বিদ্যুৎ অপরিবাহী বা ইনসুলেটর বলা হয়। অন্তরক পদার্থের মধ্যে রয়েছে গ্লাস, পোর্সেলিন, প্লাস্টিক, রাবার, কাগজ,শুকনো কাঠ ইত্যাদি। পিভিসি ইনসুলেটর তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়।
ব্যাখ্যা: বিদ্যুৎ কুপরিবাহী বা অর্ধপরিবাহী যার মধ্যদিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। যেমন- ম্যাঙ্গানিজ বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপ পরিবাহী।বিদ্যুৎ পরিবাহীঃ তামা, অ্যালুমিনিয়াম, নাইক্রোম।
ব্যাখ্যা: ওহমের সূত্রের সীমাবদ্ধতাঃ
(1) তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
(ii) AC-তে ব্যবহৃত হয় না।
(iii) জটিল নেটওয়ার্কে ব্যবহৃত হয় না (ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল)
(iv) পরিবাহীর রোধের পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয়
(v) ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম), ডায়োডে ব্যবহৃত হয় না।
174. 6 Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
ব্যাখ্যাঃ পরিবাহীর দৈর্ঘ্য রেজিস্ট্যান্সের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। পরিবাহী দৈর্ঘ্য = ৪ এবং রোধ = 6 Ω হলে পরিবাহীর রোধ = 6×8=48 Ω
ব্যাখ্যা: Incandescent bulb-এ অনেক বেশি তাপের উৎপন্ন হয় বলে Filament হিসেবে Tungsten ব্যবহার করা হয়। কেননা, Tungsten-এর মেল্টিং পয়েন্ট অনেক বেশি (৩৪২২৭℃)।