Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. পিএলসি-তে শিফট রেজিস্টারের উপাদান কয়টি?
PLC-তে শিফট রেজিস্টারের উপাদনি ৩ টি যথা- (1)Data (4) Clock and (i) Reset
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
22. পিএলসি-তে কিছুসংখ্যক সাধারণভাবে (8, 16 বা 32) ইন্টারনাল রিলের একটি গ্রুপকে একত্রে কী বলে?
PLC-তে কিছু সংখ্যক ইন্টারনাল রিলের একটি গ্রুপকে একত্রে রেজিস্টার বলে।
রেজিস্টার
কাউন্টার
টাইমার
কম্পারেটর
23. দূরবর্তী পিএলসি ও ফিল্ড ডিভাইস হতে ডাটা গ্রহণ এবং দূরবর্তী পিএলসি-তে ডাটা প্রেরণ করার জন্য কোন নেটওয়ার্ক ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়?
দূরবর্তী পিএলসি ও ফিল্ড ডিভাইস হতে ডাটা গ্রহণ এবং দূরবর্তী পিএলসি-তে ডাটা প্রেরণ করার জন্য কমিউনিকেশন মডিউল নেটওয়ার্ক ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়।
কমিউনিকেশন নেটওয়ার্ক
নেটওয়ার্ক টপোলজি
কমিউনিকেশন মডিউল
কোনোটিই নয়
24. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয় তার নাম কী?
যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এরর নিগন্যাসে। ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয়, তাকে integral coming বলে।
Proportional Control
Integral Control
Derivative Control
All of them
25. পিএলসি-তে নিচের কোন ডিভাইসটি বিল্ট-ইন ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
একটি টাইমার হলো একটি PLC ইনস্ট্রাকশন যা একটি ইভেন্টের পরে অতিবাহিত সময়ের পরিমাণ পরিমাপ করে। এই ডিভাইসটি PLC বিস্ট-ইন থাকে।
টাইমার
কাউন্টার
রেজিস্টার
কোনোটিই নয়
26. টোকেন পাসিং পদ্ধতিটি নিচের কোন টপোলজিতে ব্যবহার করা হয়?
টোকেন রিং এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক। টোকেন পাসিং পদ্ধতিটি রিং টপোলজিতে ব্যবহার করা হয়। এই ব্যবস্থাতে কোনো সংযুক্ত প্রান্ত একটি বিশেষ ফ্রেম বা টোকেন গ্রহণ করা সাপেক্ষে প্রেরণ করা শুরু করতে পারে।
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
কোনোটিই নয়
27. যে কাউন্টার শূন্যমান থেকে গণনা আরম্ভ করে পূর্ব- নির্ধারিত মান পর্যন্ত গণনা করে, তার নাম কী?
যে কাউন্টার ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে (অর্থাৎ '০' থেকে পূর্ব নির্ধারিত মান পর্যন্ত) পর্যায়ক্রমিক গণনা করে তাকে আপ-কাউন্টার বা রিপল-আপ-কাউন্টার বলে।
আপ-কাউন্টার
ডাউন কাউন্টার
আপ-ডাউন কাউন্টার
কোনোটিই নয়
28. PID কন্ট্রোলার নিচের কোথায় ব্যবহৃত হয়?
একটি PID কন্ট্রোলার হলো তাপমাত্রা, প্রবাহ, চাপ, গতি, এবং অন্যান্য প্রক্রিয়া ভেরিয়েবলগুলো নিয়ন্ত্রণ করতে শিল্প নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত একটি যন্ত্র ইন্ডাস্ট্রিয়াল ওভেন, প্লাস্টিক ইনজেক মেশিনারি এবং প্যাকিং ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়।
ইন্ডাস্ট্রিয়াল ওভেন
প্লাস্টিক ইনজেকশন মেশিনারি
প্যাকিং ইন্ডাস্ট্রি
উপরের সবগুলো
29. প্রোগ্রাম এক্সিকিউশনের ধারাবাহিক প্রক্রিয়াকে সাধারণত কী বলা হয়?
প্রোগ্রাম এক্সিকিউশনের ধারাবাহিক প্রক্রিয়াকে সাধারণত Sequencing বলে।
Sequencing
Timing
Counting
None of them
30. যে ইলেকট্রনিক ডিভাইস বা বর্তনীর মাধ্যমে বৈদ্যুতিক পালস গননা করা হয়, তার নাম কী?
যে ইলেকট্রনিক ডিভাইস বা বর্তনীর মাধ্যমে বৈদ্যুতিক পালস গণনা করা হয়, তাকে Counter বলে।
Timer
Counter
Register
Comparator
31. নেটওয়ার্ক টপোলজি কত প্রকার?
নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ ফিজিক্যাল টপোলজি প্রধানত ৬ প্রকার যথা- (i) Bus Topology: (ii) Ring Topology (ii) Star Topology: (V) Tree Topology, (iv) Mesh Topology: (vi) Hybrid Topology.
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
কোনোটিই নয়
32. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ডেরিভেটিভ-এর সাথে সমানুপাতিক হয়, তার নাম কী?
যে কেন্ট্রাল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এরর সিগন্যালের ডেরিভেটিভ-এর সাথে সমানুপাতিক হয়, তাকে Deri control বলে।
Integral Control
Derivative Control
Proportional Control
None of them
33. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রসেস ভেরিয়েবলের প্রকৃত মান এবং সেট মানের মধ্যে এররের সমানুপাতিক হয়, তার নাম কী?
যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রসেস ভেরিয়েবলের প্রকৃত মান এবং সেট মানের মধ্যে এরবের সমানুপাতিক হয়, তাকে Proportional control বলে।
Proportional Control
Integral Control
Derivative Control
None of them
34. পিএলসি-তে কত প্রকার কাউন্টার ব্যবহৃত হয়?
পিএলসি-ব্যবহৃত কাউন্টার ৩ প্রকার যথা- (1)Up Counters, (ii) Down Counters and (i) Up-Down Counters
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
35. যে কাউন্টার পূর্বনির্ধারিত মান থেকে গণনা আরম্ভ করে শূন্যমান পর্যন্ত আসে, তার নাম কী?
যে কাউন্টার পূর্ব নির্ধারতিমান থেকে গণনা শুরু শূন্যমান পর্যন্ত আসে তাকে, ডাউন কাউন্টার বলে।
আপ-কাউন্টার
ডাউন-কাউন্টার
আপ-ডাউন কাউন্টার
কোনোটিই নয়
36. সাবরুটিন শেষে মেইন প্রোগ্রাম-এ ফিরে আসার জন্য নিচের কোন ইনস্ট্রাকশনটি ব্যবহৃত হয়?
Subroutine শেষে মেইন প্রোগ্রাম-এ ফিরে আসার জন্য RET instruction ব্যবহৃত হয়।
Jump instruction
Call instruction
RET instruction
None of them
37. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রোপরশনাল ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ কন্ট্রোলারের আউটপুট যোগ করে পাওয়া যায়, তার নাম কী?
PID হলো প্রোপরশনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার। একটি ফিডব্যাক লুপ: সিস্টেম আউটপুট পরিমাপ করা এবং একটি পছন্দসহ সেট পয়েন্টের মধ্যে পার্থক্য সংশোধন করতে এটি ব্যবহার করা হয়।
ডেরিভেটিভ কন্ট্রোলার
PID কন্ট্রোলার
ইন্টিগ্রাল কন্ট্রোলার
কোনোটিই নয়
38. IEC-এর পূর্ণনাম নিচের কোনটি?
IEC-এর পূর্ণনাম IEC = International Electrotechnical Commission.
International Electric Commission
International Electrotechnical Commission
Internal Electrotechnical Co-operation
None of them
39. নিচের কোনটি অনেক ব্যবহারকারীর মধ্যে আন্তঃসংযোগ | (Interconnection) স্থাপন করে?
নেটওয়ার্ক টপোলজি হচ্ছে অনেক ব্যবহার কারীর মধ্যে আন্ত এসংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয়।
নেটওয়ার্ক টপোলজি
কমিউনিকেশন মডিউল
(ক) এবং(খ) উভয়েই
কোনোটিই নয়
40. পিএলসি-তে একাধিক সংখ্যক সাধারণভাবে 8. 16 বা 32 ইন্টারনাল রিলের একটি গ্রুপ, যা সংরক্ষিত বিটগুলোকে এক রিলে থেকে অন্য রিলেতে স্থানান্তর করে, তার নাম কী?
PLC-তে কিছু সংখ্যক সাধারণ 8-16 বা 32 ইন্টারনাল বিলের একটি গ্রুপ, যা সংরক্ষিত বিটগুলোকে এক রিলে থেকে অনা রিলেতে স্থানান্তর করে, তাকে শিফট রেজিস্টার বলে।
শিফট রেজিস্টার
কাউন্টার
টাইমার
কম্পারেটর