66. ১ টেরা সমান --- গিগাবইট?
১ বিট = ০ বা ১, ৮ বিট ১ বাইট, ১ কিলোবাইট = ১০২৪ বাইট, ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট, ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট, ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট, ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট, ১ এক্সবাইট = ১০২৪ পেটাবাইট, ১ জেটবাইট = ১০২৪ এক্সবাইট। কিন্তু কোম্পানিগুলো তাদের ডিভাইসগুলোর স্টোরেজের হিসেবের সুবিধার্থে এক্সটা-২৪ অংশটুকু বাদ দিয়ে হিসেবে করে, তাই সেক্ষেত্রে স্টোরেজ কম পাওয়া যায়।