245. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
পাহাড়, নদী ও ঝরনার মিলনে অপরূপ সুন্দর একটি জেলা বান্দরবান। বান্দরবান- কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয়ের নাম 'প্রান্তিক হ্রদ'। নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর অপূর্ব সুন্দর এ হ্রদটিতে রয়েছে উন্মুক্ত মাটির মঞ্চ, বিশ্রামাগার, পিকনিক স্পট, উঁচু গোল ঘর ইত্যাদি।