বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। জেমস অগাস্টাস হিকি বাংলার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ছেপে প্রকাশ করেন। এটিই কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা।
11. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
19. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
যে--সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।