105. কোন দেশ থেকে সর্বপ্রথম করোনো ভাইরাসের 'ওমিক্রন ভ্যারিয়েন্ট' সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়?
দক্ষিণ আফ্রিকার সার্স কোড-২ এর নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে ২৪ নভেম্বর প্রথম জানা যায়। এটি বি.১.১.৫২৯ বা ওমিক্রন হিসেবে উল্লেখ করা হচ্ছে। আলফা, বিটা, ডেল্টার মতো ওমিক্রন গ্রিক বর্ণমালার একটি অক্ষর। এই ভ্যারিয়েন্টটিতে প্রচুর পরিমাণে পরিযোজন হয়েছে। এখানে ৩০টির বেশি ভাইরাল স্পাইক প্রোটিন আছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই আঘাত হানতে পারে।