Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
41. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
২০১০
২০১১
২০১২
২০১৫
42. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
২৪০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৩০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
43. কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ স্থির করেছে?
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ার পর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করার লক্ষ্য নিয়ে এগোনোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০৪০
২০৪১
২০৩০
২০৫০
44. ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রধান সুবিধা কোনটি?
Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
কম শক্তি খরচ করা
খরচ কম বেশি
পাওয়ার দিয়ে ট্রান্সমিশন করা যায়
45. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
২১ ফেব্রুয়ারি ১৯৯৯
১৭ নভেম্বর ১৯৯৯
১৯ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০০
46. বিশ্ব পানি দিবস পালিত হয়?
বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হল জল বা পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন (সর্বদা ২২ মার্চ)। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।
২২ মার্চ
২৩ মার্চ
২২ এপ্রিল
২৫ এপ্রিল
47. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি "The Kyoto Protocol" জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
১৯৯৭
১৯৯৯
২০০৩
২০০৪
48. নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
কিছু পরিচিত অপারেটিং সিস্টেম Android, IOS, Linux, MAC, MS-DOS, Unix, vector Linux, Xenixa, Windows-vista, XP, 7, 8, 10. Mozila একটি Browser. এ রকম আরো কয়েকটি ব্রাউজার হচ্ছে Nexus (www এর পরিবর্তিত রুপ), Nescape Navigator (1994), Internet Explorer
লিনাক্স
ডিস্ক অপারেটিং সিস্টেম
এম. এস. ওয়ার্ড
উইন্ডোজ
49. ঙ, ঞ, ণ …. ধারার পরবর্তী অক্ষর কী হবে?
50. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস Service Day) হিসেবে পালিত হয়?
২১ এপ্রিল
২ অক্টোবর
২৬ জানুয়ারি
১০ মে
51. নিচের কোনটির স্পীড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমোরি হল একটি উচ্চ গতির সেমিকন্ডাক্টর কম্পিউটার মেমোরি, যা CPU এর গতি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। ক্যাশ মেমোরি প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির থেকে অনেক বেশি ব্যয়বহুল। এটি CPU এবং প্রাথমিক মেমরির মধ্যে বাফার হিসাবে কাজ করে। এই মেমোরি ডেটা এবং প্রোগ্রামের সেই অংশগুলিকে ধরে রাখতে - ব্যবহৃত হয় যা CPU দ্বারা বেশীরভাগ সময় ব্যবহৃত হয়।
ক্যাশ মেমোরী
মেইন মেমোরী
ভার্চুয়াল মেমোরী
চৌম্বক মেমোরী
52. 'কিত্তনখালো' নাটকটির বিষয়-
যন্ত্রণাদগ্ধ শহরজীবন
স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ
লোকায়ত জীবন-সংস্কৃতি
দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
53. ট্রমা সেন্টার কী?
একটি ট্রমা সেন্টার (বা ট্রমা সেন্টার) হল একটি হাসপাতাল যা পড়ে যাওয়া, মোটর গাড়ির সংঘর্ষ বা গুলির আঘাতের মতো বড় আঘাতজনিত আঘাতে ভুগছেন এমন রোগীদের যত্ন নেওয়ার জন্য সজ্জিত এবং কর্মী নিয়োগ করা হয়। মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণ করার উদ্দেশ্য ছিল, দুর্ঘটনা ঘটলে দ্রুত আহতদের সেখানে নিয়ে যাওয়া এবং চিকিৎসা দেওড়া, যাতে প্রাণ বাঁচানো সম্ভব হয়।
দুর্ঘটনা জনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র-
খেলাধুলার উন্নয়নকল্পে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র
শিশুদের জন্য নির্মিত আনন্দভুবন কেন্দ্র
বৃদ্ধ নারীদের জন্য আশ্রয়কেন্দ্র
54. দালিয়ান কোন দেশের সমুদ্র বন্দর?
চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াডং উপদ্বীপে অবস্থিত বিশ্বের ৯ম বৃহত্তম বন্দর পোর্ট অব দালিয়ান।
সুদান
ইরান
ইয়েমেন
চীন
55. পঞ্চাশ বছর পূর্ণ হওয়াকে কী বলে?
৫০ বছর পূর্তিকে বলা হয়: সুবর্ণ জয়ন্তী/স্বর্ণ জয়ন্তী (Golden. Jubilee) ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী (Diamond Jubilee)
হীরক জয়ন্তী
রজত জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী
শতাব্দী
56. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
১৬০৮
১৬১০
১৬০৯
১৬১২
57. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের "Thirty years' war" এর সমাপ্তি ঘটে?
ভারসাই চুক্তি, ১৯১৯
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
প্যারিস চুক্তি, ১৭৮৩
লুজান চুক্তি, ১৯২৩
58. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
BARI
BRRI
BADC
BINA
59. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
এস. ওয়াজেদ আলী
জাবুল ছাসেম
আবুল মনসুর আহমদ
আবুল হুসেন
60. মোবাইল ফোনে ব্যবহৃত SIM এর পূর্ণ অভিব্যক্তি কী?
Subscriber Identity Module
Subscriber Identity Metthod
Subscriber Identification Mechanism
Subscriber Identification Management