86. সুশাসনের পূর্বশর্ত কী?
সাধারণত সুশাসন বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যাতে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যম্ভাবী। সুশাসন ব্যক্তি ও গোষ্ঠীর স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক বিষয়। সুশাসন হলো উত্তম শাসন, কল্যাণ ও ন্যায়ভিত্তিক শাসন, উপযুক্ত, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আইনব্যবস্থা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু সুশাসন বাস্তবায়নের জন্য অপরিহার্য পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতা।