Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
301. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
৫৫
৮৭
৬৭
৭৭
302. নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
তথ্য: ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি। কারণ কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ চলে গেলেও এর সব তথ্য অপরিবর্তিত থাকে। অর্থ্যাৎ এতে সংরক্ষিত তথ্যের কোনো পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধন করা যায় না। অপরদিকে RAM (Random Access memory) হচ্ছে কম্পিউটারের অস্থায়ী তথ্যভান্ডার। কারন বিদ্যুৎ চলে যাওয়া বা কম্পিউটার বন্ধ করার সাথে এ স্মৃতিভান্ডার মুছে যায়। Spreadsheet হচ্ছে একটি ডাটা এন্টি প্রোগ্রাম। আর XP professionals হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। এরুপ আরো কয়েকটি অপারেটিং সিস্টেম হলো: MSDOS, PC DOS, MS EINDOWS 95/98/2000, XENISM LINUX. ইত্যাদি।
ROM
RAM
XP professionals
Spreadsheet
303. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ
304. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
305. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?
Program Virus
Boot Virus
Trojan Horse
Worms
306. সাবানের আয়নিক গ্রুপ হলো –
R_3NH+
COO-Na+
R_2NH_2+
SO3-Na+
307. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
308. চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?
তথ্য: ১৩ মে ২০১১ তুরস্কেও রাজধানী ইত্তাম্বুলে জাতিসংঘের চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক দরিদ্রতা, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবসম্পদের কাঠামোগত দুর্বলতার উপর ভিত্তি কওে কিছু দেশকে ১০০ নামক শ্রেণীতে অন্তভূক্ত করে। এই ১৪৩০ দেশসমূহের প্রথম সম্মেলন ১৯৮১ সালে প্যারিসে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টিও প্যারিসে অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। তৃতীয় সম্মেলন ২০০১ সালে বেলজিয়ামের ক্রাসেলসে অনুষ্টিত হয়। চতুর্থ সম্মেলন ২০০১ সালের সম্মেলনে গৃহীত বিভিন্ন কর্মসুচীর অগ্রগতি এবং ১৯০ অন্তর্ভুক্ত দেশসমূহের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান ১৩৬ ভুক্ত দেশ ৪৮টি।
ব্রাসেলস
ইস্তাম্বুল
তেহরান
নয়াদিল্লী
309. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট?
তথ্য: বারাক হুসেইন ওবামা ২ (জন্ম ৪ঠা আগস্ট, ১৯৬১) একজন অ্যামেরিকান রাজনীতিবিদ এবং আইনজীবী যিনি ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
৪২ তম
৪৪ তম
৪৩ তম
৪৫ তম
310. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –
FTP Server
Firewal
DNS Server
Gateway
311. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
312. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
313. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
২৭৩° সেন্টিগ্রেড
০° কেলভিন
০° সেন্টিগ্রেড
-২৭৩° ফারেনহাইট
314. মকরক্রান্তি রেখা কোনটি?
২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ
২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ
315. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
316. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান –
প্রোটিন
লবণ
ভিটামিন
ক্যালসিয়াম
317. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Phishing
Man-in-the-Middle
Ransomware
Denial of Service
318. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
FTP
SMTP
SNMP
RPC
319. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS
320. নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
FTP
DNS
TCP
HTTPS