সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
161. বাংলাদেশে বর্তমানে কয়ম্ভর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
তথ্য: বাংলাদেশের বর্তমানে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে যথা: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ।
তথ্য: মাতৃতান্ত্রিক উপজাতির- গারো খাসিয়া ও সাওতাল পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং বিঃ দ্রঃ পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে। আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে। নোট: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রি নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে। সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা। ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদেরকে সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে।
তথ্য: BIMSTEC- Bay of Bengal Initiative for Multi- Sectoral Technical and Economic Co-oparation, সদস্য ৭টি দেশের ভৌগলিক বঙ্গোগসাগেরর আশেপাশে হওয়ায় ২০০৪ সালের ৩১ জুলাই সংস্থাটি এরুপ নামকরণ করা হয়। বর্তমানে এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
তথ্য: শক্তির উৎস বলতে যে বস্তুর মধ্যে কাজ করার ক্ষমতা নিহিত থাকে তাকেই শক্তির উৎস বলে। শক্তি অতি পরিচিত উৎস হলো কয়লা, খনিজ তেল, সূর্য ও প্রাকৃতিক গ্যাস। তবে, পৃথিবীতে সব শক্তির মূল উৎস সূর্য।
171. জাতিসংঘের সাধারণ পরিষদেও সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর আন্তজাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
তথ্য:১৯৬০ সালে ২১ মার্চ শ্বেতাঙ্গ শাসনাধীন দক্ষিণ আফ্রিকার শাপভিলে বর্নবাদ আইনের বিরুদ্ধে আয়োজিত এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে ৬৯ জন কৃষ্ণঙ্গকে হত্যা করা হয়। এর পরপ্রেক্ষিতে এ সাধারণ পরিষদ ১৯৬৬ খ্রিষ্টাব্দে ২১ মার্চের আন্তজাতিক বর্ণবৈষম্য নির্মূল দিবস হিসেবে ঘোষণা করে।
175. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
তথ্য: কলের পানিতে রাসায়নিক উপাদান হিসেবে সাধারণত আর্সেনিক, বোরন, বেরিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন বিদ্যমান থাকে। আবার সাধারনত খনিজ পানিতে বিভিন্ন ধাতু লবণ আয়নিত অবস্থায় থাকে। যেমন, সোডিয়াম, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরাইড ইত্যাদি। ক্লোরাইড আয়ন ক্লোরিন থেকে সৃষ্টি। সুতরাং কলের পানিতে ক্লোরিন থাকে।
176. বাংলাদেশের সবোর্চ্চ রাষ্ট্রীয় পুরষ্কার কোনটি?
তথ্য: বাংলাদেশি জাতীয় পুরষ্কার ও পদক প্রথাটি বাংলাদেশের স্বাধীনতার পরে তৈরি হয়েছিল। সর্বাধিক স্বীকৃত নাগরিক পুরস্কার হলেন একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার। প্রতি বছর এসব পুরষ্কার দেওয়া হয়।
179. Reduce level at four corners of a square ditch (10m x 10m) are 101m, 101.50 m, 102.00m and 102.50 m. calculate the volume of earth falling for the ditch given reduced level of the filling plan is 100 metre.
Avg of depth = 1+1.5+2+2.5/4 = 1.75
Filling = depth x area = 1.75 x 10 x 10 = 175 cum
তথ্য: জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সবোর্চ্চ আইনসভা। এক কক্ষবিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০। যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০ আসন নারীদের জন্য সংরক্ষিত।