Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সিভিল MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
181. নদী বা হ্রদের নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
তথ্য: সামরিক পানির প্রবাহ বন্ধ রেখে নির্মাণ কাজ পরিচালনার জন্য কফার ড্রাম নির্মাণ করা হয়।
স্যান্ড পাইল
কফার ড্যাম
ওয়েল
কেইসন
182. Ingredient requirement for M cube concrete is water on 85 kg per meter cube cement 450 kg per meter cube fine aggregate 750 kg per meter cube and course aggregate 1080 kg per meter cube muster content and absorption of the fine aggregate are 4.5 and 2.5 moisture content and absorption capacity of the coarse aggregate are 1.5 and 2.2 what will be the water requirement for 100 meter cube concrete in field condition
85 kg Cement: 450 kg FA (OD) = 750 kg, Abns = 2.5, W = 4.5 CA (OD) = 1080 kg, abs =1.5, w = 2.2 free moisture: FA = (4.5-2.5)/100 x 750 = 15 kg CA = (2.2-1.5)/100×1080 = 7.5 kg Total free moisture = (15+7.56) = 22.56kg for 1 Cum So water to be added = (185-22.5) =16.44kg for 100 Cum water needed = 100x 162.44 = 16244 kg.
16244 kg
19244 kg
18244 kg
17244 kg
183. সমুদ্র এলাকার নির্মাণ কাজে কোন সিমেন্ট ব্যবহার করা হয়-
তথ্য : Quick setting cement পানির তলদেশে ও পায়ার নির্মাণে ব্যবহৃত হয়। অপরদিকে সমুদ্র এলাকায় নির্মাণ কাজে clay cement ব্যবহৃত হয়।
Portland cement
color cement
clay cement
Aluminous cement
184. তরলের বেগ পাইপের কেন্দ্রে-
তথ্য: ভিসকোসিটির জন্য পাইপের সাথে তরলের ঘর্ষণজনিত বাধার সৃষ্টি হয়। এই কারণে পাইপের তলে তরলের বেগ কম থাকে এবং কেন্দ্রে বেগ বেশী থাকে।
কম
সমান
বেশি
সমান শূন্য
185. Which one represents the right construction sequence of mat construction?
খননের ভাঙ্গন রোধ করার জন্য প্রথমে দ্বারা shoring করা হয়। পরবর্তীধাপে excavation না খনন করা হয়। এর পর পরবর্তী চাপ প্রতিরোধের জন্য bracin করা হয়। তারপর পর্যায়ক্রমে leveling, re bar placement ও concreting করা হয়।
) excavation_ bracing_ shoring_ leveling re bar placement concreting
shoring _bracing_ excavation Levelingse_ bar placement_ concreting
shoring_ excavation_ bracing_ leveling re bar placement concreting
excavation_ shoring_ bracing_ leveling re bar placement concreting
186. At an early age greater strength contribute compound is (অল্প সময়ের মধ্যে অধিখ শক্তি প্রদানকারী উপাদান হলো-)
Tricalcium Silicate (C₂S) অল্প সময়ের মধ্যে অধিক শক্তি প্রদানকারী উপাদান। কনক্রিটের Initial setting ও Higher percentage of C1S will exhibit higher early strength এর জন্য দায়ী।
C2S
C1S
C3A
C1AF
187. পারদের আপেক্ষিক গুরুত্ব-
তথ্য: পারদের আপেক্ষিক গুরুত্ব। অর্থ্যাৎ, পারদ পানির চেয়ে ১৩.৬ গুণ বেশি ভারী।
১৩.৬
০.৬৫
০.৮
188. The aim of elimination step in gauss elimination method is to reduce the coefficient Martrix to_ (গাউস নির্মূল পদ্ধতিতে নির্মূল পদক্ষেপের লক্ষ্য হল সহগ ম্যাট্রিক্সকে কম করা)
In gauss elimination method we tend to reduce the given Matris to an Upper Triangular matrix to solve for x, y, z.
upper triangular
identity
diagonal
lower triangular
189. How many full size brick is needed for a sigle layer 100 sft brick flat soling? (একটি এক স্তর ১০০ বর্গফুট ইটের ফ্ল্যাট সোলিং এর জন্য কতটি পূর্ণ আকারের ইট প্রয়োজন)
এখানে, ইটের মাঝে ব্যবহৃত বালি বিবেচনা করে হিসাব করতে হবে। এক্ষেত্রে ইটের সাইজ হবে, 10x 5w, Brick is needed for 1 Brick Flat Soling (B.F.S) = 100 ×1/0.83×0.42 = 300 nos
350
400
300
250
190. কাঠামোটে Effloresce সৃষ্টির জন্য দায়ী --
তথ্য: পুষ্পায়ন Effloresce: নির্মাণ সামগ্রীতে লবন পানি ব্যবহারের জন্য দেওয়ালের সারফেসে যে সাদা স্ফটিকার পদার্থ সৃষ্টি হয় তাকে পুষ্পায়ন বলে।
Acid
Salt
Arsenic
Base
191. The distance between the force acting in the couple is…..
দুটি couple force এর মাঝে অবশ্যই সসীম লম্ব দূরত্ব থাকতে হবে। এই বিবেচনায় Zero, Infinity, A circular loop সম্ভব নয়।
Zero
Infinity
A finite distance
A circular loop
192. clay soil এর maximum grain size কত?
তথ্য: কাদা (clay) মাটির কণার আকার less than 0.002 mm। সেই হিসাবে, মার্জিনাল মান হিসাবে কাদা (clay) মাটির কণার সর্বোচ্চ সাইজ হবে, 0.002 মিমি।
0.002 মিমি
0.02 মিমি
0.2 মিমি
0.0002 মিমি
193. কনক্রিট এর কিউরিং এর সময়—
৭ দিন
২৮ দিন
১৪ দিন
২৮ দিন
194. বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নূন্যতম বয়স কত?
তথ্য: সংবিধানের ৬৬নং ধারা অনুযায়ী কোনো ব্যাক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স পচিশ বছর বয়স পূর্ণ হলে তিনি সংসদে সদস্য নিবার্চিত হওয়ার যোগ্য হবেন। উল্লেখ্য, সংবিধানে প্রধানমন্ত্রী আলাদা কেনো বয়সের উল্লেখ নেই। তবে সংবিধানে ৫৬ (২) ধারায় বলা হয়েছে, প্রধাসমন্ত্রী, অন্যন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন এবং ৫৬ (৩) ধারায় বলা হয়েছে, যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ট সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধামন্ত্রী নিয়োগ করিবেন। সুতরাং সংবিধানের এ ধারাগুলো পর্যালোচনা করে বলতে পারি, যেহেতু যে কোনো সংসদ সদস্যই সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হলেই প্রধানমন্ত্রী হতে পারবেন সুতরাং প্রধানমন্ত্রীর বয়সও হবে সংসদ সদস্য হওয়ার বয়সের সমান অথাৎ ২৫ বছর।
৪৫
৩০
২৫
২০
195. ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানির উৎস-
তথ্য: ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানির উৎস সারফেস ওয়াটার ও সাব-সারফেস ওয়াটার।
সারফেস ও সাব-সারফেস ওয়াটার
সারফেস ওয়াটার
ওয়াটার সাব-সারফেস
রেইন ওয়াটার
197. The center of a hemisphere line at a distance of গোলকের ভরকেন্দ্র অবস্থান করে এর ভূমি হতে উলম্ব ব্যাসার্ধ বরাবর from its base measured along the vertical radius. (অর্ধ- দূরত্বে)
3r/8
4r/3r
8r/3
3r/4r
198. বন্ধ ঘেরের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি---
তথ্য: ১. স্থানাংক পদ্ধতি ২. অক্ষাংশ ও দ্বিগুণ মধ্যরেখা দুরত্ব পদ্ধতি। ৩. দ্রাঘিমাংশ ও মোট অক্ষাংশ পদ্ধতি।
2 টি
4 টি
3 টি
5 টি
199. Engineer's chain links length. (ইঞ্জিনিয়ার্স শিকলের লিংক দৈর্ঘ্য) [প্রশ্নপত্র, অপশন ও প্রশ্নে মেবি ভুল ছিলো।!! সংশোধন করে দিয়েছি। ধন্যবাদ।
0.66 ft
20 cm
1 ft
25 cm