সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
261. What is the initial setting time of cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
264. In a simply supported reinforced concrete beam, the reinforcement is placed (একটি সাধারণভাবে স্থাপিত কংক্রিট বীমের, রিইনফোর্সমেন্ট স্থাপন করা হয়)
তথ্য: পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। এ কারণে প্রধান রিইনফোর্সমেন্ট বীমের নিউট্রাল এক্সিস এর নিচে স্থাপন করা হয়। উত্তর: ক
271. to resist the positive moment of a simply supported beam the reinforcement should be provided at the ( একটি সাধারণভাবে স্থাপিত বীমের পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য শক্তিবৃদ্ধি প্রদান করা উচিত)
তথ্য: পজেটিভ মোমেন্ট এর ক্ষেত্রে বীমের নিচে টেনশন উৎপন্ন হয়। ফলে, পজেটিভ মোমেন্ট প্রতিরোধের জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। উত্তর: ক.
তথ্য: সূর্যের আলোক শক্তিই তাপশক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে এসে। সেই হিসেবে সূর্যের আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড আর সে সময় আগত সেই আলোক রশ্মি বস্তুতে পড়লে বিকিরণের সাহায্যে বস্তু গরম হয়।
274. নিরাপদ খাবার পানির BOD সর্বোচ্চ কত হতে পারবে-
তথ্য: নিরাপদ খাবার পানির BOD শূন্য বা থাকে না বললেই চলে। কিন্তু Who কর্তৃক মনোনীত সুপেয় খাবার পানির নিরাপদ খাবার পানির BOD এর সর্বোচ্চ মান। খাবার পানি ব্যতিত অন্য পানিতে নিরাপদ খাবার পানির BOD এর মান 1-2 mg/L এর মধ্যে থাকলে খুবই ভালো। BOD এর মান 3 হলে মোটামুটি ভালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে নদী, হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়ক অবশ্যক 6mg/L এর কম হবে। BOD এর মান ১০ এর বেশি হলে পানিতে দূষণমাত্রা খুব খারাপ ধরা হয়।
তথ্য: ভিটামিন D এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই ভিটামিনের অভাবে অস্থি ও দাঁতের বিকৃতি ঘটে। ভিটামিন A এর অভাবে রাতকানা হয়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক খসখসে হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। ভিটামিন C এর অভাবে দাঁতের গোঁড়া ফোলে উঠে, তা থেকে রক্ত পড়ে বা তাতে পুঁজ জমে। এর অভাবে স্কার্ভি রোগ
276. grain size distributing of clay can be done by_ (কাদামাটির কণার আকার বন্টন করা হয়ে থাকে)
তথ্য: হাইড্রোমিটার বিশ্লেষণ (hydrometer test): চালনি বিশ্লেলণ (sieve analysis) কাদামাটি এবং পলি কণার জন্য ব্যবহার করা যাবে না কারণ এগুলি খুব ছোট (ব্যাস ০.০৭৫ মিমি) এবং ঝাঁকুনির সময় এগুলো দীর্ঘ সময়ের জন্য বাতাসে ঝুলে থাকবে। চালনী নং ২০০ অতিক্রম করে এমন দানাদার আকারের বন্টন হাইড্রোমিটার বিশ্লেষন ব্যবহার করে নির্ণয় করা যেতে পারে। সঠিক উত্তর: খ
277. Compressive strength of concrete as a function of –
তথ্য: কংক্রিটের কম্প্রেসিভ শক্তি হল কম্প্রেশন টেস্ট দ্বারা পরিমাপ করা শক্ত কংক্রিটের শক্তি। কংক্রিটের সংকোচনশীল শক্তি অনেক কারনের উপর নির্বর করে যেমন: জল-সিমেন্ট অনুপাত, সিমেন্টের শক্তি, কংক্রিটের উপাদানের সময় গুনমান নিয়ন্ত্রণ ইত্যাদি।