46. সারকুলেটিং কারেন্ট পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় পাইলট ওয়্যারে কত কারেন্ট প্রবাহিত হয়।
ব্যাখ্যা: সারকুলেটিং কারেন্ট পদ্ধতিতে প্রটেকশন ব্যবস্থায় ব্যবহৃত সিটিভয়ের সেকেন্ডারি একই পাইলট অয়্যার হারা সংযুক্ত থাকে এবং পাইলট অয়্যারের মাঝে বিলে অপারেটিং কয়েল বসানো
ব্যাখ্যা: ত্রুটি সংঘটিত হওয়ার মুহূর্ত থেকে রিলে কন্ট্যাক্ট দিয়ে সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিট ক্লোজ হওয়া পর্যন্ত সময়কে অপারেটিং টাইম বলে। আধুনিক উচ্চ গতির রিলের অপারেটিং টাইপ। থেকে 2 সাইকেলে বা 0.02 সেকেন্ড থেকে 0.04 সেকেন্ড।
58. Induction type রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে?
ব্যাখ্যা: ইন্ডাকশন টাইপ রিলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে ফ্লাক্সের প্রভাবে কাজ করে। বিলের ডিস্ক বা চাকতিটি ০° থেকে 360° এর যে-কোনো মানে ঘুরতে পারার ন্যায় অ্যাডজাস্ট করা হয়।