সুইচ গিয়ার এন্ড প্রটেকশন MCQ
61. মার্জ প্রাইজ পদ্ধতিতে পাইলট ওয়্যারের সাথে যে কয়েল ব্যবহৃত হয়, তার নাম কী?
62. লাইটনিং স্টোকে কারেন্ট কত?
ব্যাখ্যা: লাইটনিং স্ট্রোকের কারেন্ট = 2 ×10° Amp
63. লাইটনিং স্টোকের সময় কত?
64. লাইটনিং স্টোকে ভোল্টেজ কত?
65. পজিটিভ চার্জিত মেঘে স্ট্রোকের পরিমাণ কত?
ব্যাখ্যা: পজিটিভ চার্জিত মেঘে লাইটনিং স্ট্রোক থাকে 13%
66. বুখলজ রিলের অপারেটিং টাইম কত?
ব্যাখ্যা: বুখলজ রিলে স্নো-টাইপের। এটির সর্বনিম্ন অপারেটিং টাইম 0.1 সেকেন্ড।
67. এক্সপালশন টাইপ অ্যারেস্টার কত kV লাইনে ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: এক্সপালশন টাইপ লাইটিং অ্যারেস্টারকে অনেক সময় প্রটেক্টর টিউব নামে অভিহিত করা হয়। এটি সাধারণত 33 কেভি লাইনে ব্যবহার করা হয়।
68. Substation-এ কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: উচ্চ ভোল্টেজকে সাবস্টেশনে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে গ্রাহক উপযোগী করে বিতরণ করা হয়।
69. বুখলজ রিলেতে কয়টি মারকারি সুইচ ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: বুখলজ রিলেতে ভাসমান ভালভ দুটি এবং প্রতিটি ভালভের সাথে একটি করে পারদের সুইচ লাগানো থাকে।
70. ফিডার লাইনে বুস্টার ব্যবহার করা হয় কেন?
পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানোর জন্য
71. Lightning current-এর range কত?
72. বাংলাদেশের সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত?
73. হর্ন গ্যাপ অ্যারেস্টারের অপারেশন টাইম কত?
ব্যাখ্যা: হর্ন গ্যাপ অ্যারেস্টারের আর্ক নির্বাপণে ও হতে ও সেকেন্ড সময় লাগে। অ্যারেস্টার যতদূর সম্ভব যন্ত্রপাতির নিকটতম স্থানে স্থাপন করা উচিত।
74. লাইটনিং স্টোকের ক্ষতিকর স্টোক-
ব্যাখ্যা: 'এ' স্ট্রোক এর জন্য অতি উচ্চ কোনো অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্টে বিপরীত চার্জ সৃষ্টি করতে কিছুক্ষণ সময়ের দরকার পড়ে। এটি বৈদ্যুতিক সিস্টেমে প্রচণ্ডতম আঘাত হানার ক্ষমতা রাখে। তবে এ প্রকার স্ট্রোক সচরাচর সংঘটিত হয় না। প্রয়োজনীয় প্রটেকশনের মাধ্যমে এর দ্বারা সৃষ্ট পাংসাত্মক প্রতিক্রিয়া অনেকাংশে রোধ করা যায়।
75. সলিনয়েড এবং প্লাম্বার টাইপ রিলের করটি কয়েদ থাকে?
ব্যাখ্যা: সলিনয়েড এবং গ্রাঞ্জার টাইপ রিলেতে ২টি কয়েল থাকে। যথা- (1) অপারেটিং কয়েল, (2)রিস্ট্রইনিং কয়েল।
76. Horn gap লাইটনিং অ্যারেস্টার কোন আকৃতির হয়ে থাকে?
77. লাইটনিং স্টোকের পাওয়ার কত?
78. ইনডোর সাবস্টেশন এর সাইজ কত kV হয়ে থাকে?
ব্যাখ্যা: উপকেন্দ্রে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জামসমূহ কোনো শেড বা বিল্ডিং-এর মধ্যে স্থাপন করলে তাকে ইনডোর সাব-স্টেশন বলে।
79. উপকেন্দ্রই আউটডোর সাবস্টেশন এর সাইজ কত kV হয়ে থাকে?
ব্যাখ্যা: উপকেন্দ্রে ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও ৭০ সরঞ্জামসমূহ একটি খোলা জায়গায় অর্থাৎ মুক্ত ৭ আকাশের নিচে স্থাপন করলে তাকে আউটডোর ৭২ ক সাবস্টেশন বলে। সাধারণত 66২৮ বা তার উপরের সকল ভোল্টেজের জন্য আউটডোর টাইপ সাবস্টেশন ব্যবহার করা হয়।
80. সার্জ ভোল্টেজ মাটিতে পাঠানোর জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়?
Showing
61
to
80
of
144
results
Test Mode
Reading Mode