149. Rubber-এর অপর নাম- [TTC-21]
ব্যাখ্যা: স্থিতিস্থাপকতা: ধাতুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগ করলে বিকৃতি লাভ করে এবং লোড সরিয়ে নিলে আবার পূর্বের আকৃতিতে ফিরে আসে, তাকেই ঐ ধাতুর স্থিতিস্থাপকতা বলে। এই গুণের অধিকারী সকল বস্তুর ক্ষেত্রেই বিকৃতি সৃষ্টিকারী লোড অপসারণ করলেই বিকৃতি দূরীভূত হয়। রাবারের এই গুণ বিদ্যমান। ইস্পাতও স্থিতিস্থাপক গুণের অধিকারী। পরীক্ষা করে দেখা যায়, রাবার থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা অধিক। অর্থাৎ, ইলাস্টমার হলো একটি পলিমার, যা স্থিতিস্থাপকতার গুণাবলিসম্পন্ন।