Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
ব্যাখ্যা: P লোড দুটি সাপোর্ট সমান ভাঘে ভাগ করে নিবে। যে কোন সাপোর্ট লোড = PL/2 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট= বল x সাপোর্ট হতে বলের লম্ব দূরত্ব = P/2 *L/2=PL/4
PL
PL/4
PL²
PL/2
182. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
183. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
184. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
ব্যাখ্যা: পূর্বে চাপের একক ছিল kg/cm² যা আমাদের সকলের জান্য। চাপ ও পীড়ন যেহেতু সমধর্মী তাই পীড়নের একক ও তখন ছিল kg/cm², সেই থেকে পীড়নের M.K.S. একক kg/cm² বলবৎ আছে। সঠিক উত্তর: (ঘ)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
185. What is the magnitude of the reaction at support B of the beam as shown below? [নিম্নে প্রদর্শিত বীমের B সাপোর্টে প্রতিক্রিয়া বলের পরিমাণ কত?]
80 kN
120 kN
100 KN
140 kN
186. The ratio of inertia force to gracity force is called [ ইনশিয়া ফোর্স ও গ্রাভিটিশনাল ফোর্সের অনুপাতকে-
তথ্য: ফ্রাউড নাম্বার (Froude number): ইনর্শিয়া ফোর্স ও গ্রাভিটিশনাল ফোর্সের অনুপাতকে ফ্রাউড নাম্বার বলে।
বেজিন ধ্রুবক
ফ্রাউড নাম্বার
রিনোল্ড নাম্বার
কোনাটি নয়
187. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
188. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
191. বস্তুর দৈর্ঘ্যর পরিবর্তনের হেতু Strain কে বলা হয়-
ব্যাখ্যা: দৈর্ঘ্য বিকৃতিকে বলে Linear strain পার্শ্ব বিকৃতিকে বলে Lateral strain আয়তন বিকৃতিকে বলে Volumetric strain এবং শিয়ার বিকৃতিকে বলে Shear strain। সঠিক উত্তর: (ক)
Linear strain
Lateral strain
Shear strain
Volumetric strain
193. Center of buoyanc always [প্লবতার কেন্দ্র সর্বদা-]
নোট: প্লবতা কেন্দ্র (center of buoyancy) এর মাঝে centre of gravity অবস্থিত। সঠিক উত্তর: (খ)
Coincides with the centre of gravity
Coincides with centroid of the volume of fluid displaced
Remain above the centre of gravity
Remain below the centre of gravity
194. 21 fit লম্বা একটি বীমের আকার 10"× 21"। বীমাটিতে 1:1.5:3 অনুপাতে কত ব্যাগ সিমেন্ট লাগবে।
7 ব্যাগ
9 ব্যাগ
11 ব্যাগ
10 ব্যাগ