163. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
ব্যাখ্যা: ভঙ্গুরতা (Brittleness): বস্তুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগের ফলে উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই ভেঙে যায়, তাকে বস্তুর ভঙ্গুরতা বলে। এটি টাফনেসের বিপরীত এবং এই গুণের অধিকারী বস্তুতে প্লাস্টিসিটি থাকে না। ঢালাইলোহা (Cast Iron), কাচ (Glass), ইট (Brick), কংক্রিট (Concrete) প্রভৃতি ভঙ্গুর পদার্থের উদাহরণ।