21. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
গ্রান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক-এর ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি)।
নালন্দা একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের ৯৫ কিমি দক্ষিণপূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত। খ্রিষ্টীয় ৭ম শতাব্দী থেকে আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কয়েকজন বিশিষ্ট শিল্পীর প্রচেষ্টায় ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ১৯৮৩ সালে। ২০০৮ সালে চারুকলা অনুষদ হিসেবে এর পথ চলা শুরু হয়।
ফরাসি শব্দ রেনেসাঁস অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। এককথায় নবজাগরণ বলতে ভাব-বিপ্লবকে বুঝায়। ফরাসি ঐতিহাসিক মিশেলে ১৮৫৫ সালে রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন।
সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
বিংশ শতাব্দীর শেষদিক হতে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত Apartment Floor-এর উচ্চতা (বসতবাড়ি) ৯'-১০' রাখা হয়। তবে বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ভবনে এটি আরো বেশি হতে পারে।
লালবাগ কেল্লা ১৬৭৮ সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মাণকাজ শুরু হয়। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট হন। লালবাগ কেল্লা একটি অসমাপ্ত স্থাপনা।