61. মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর, গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।