হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
41. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়?
42. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা--
ভেসেলের গভীরতার সাথে সরাসবি ব্যস্তানুপাতিক
ভেসেলের দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক
তরলের পৃষ্ঠতলের গভীরতার সাথে সমানুপাতিক
তরলের ভর্তি ভেসেলের ক্ষেত্রের সাথে সরাসরি সমানুপাতিক
43. একটি টিউব-এর ভিতরে অয়েল আছে,s=0.9 যার উচ্চতা 120cm হলে টিউব-এর নিচের প্রান্তের চাপ কত হবে?
44. একটি সেন্ট্রিফিউগ্যাল পাম্প চালু করার সময় তার ডেলিভারি ভালভ কী অবস্থায় থাকে?
45. একটি আয়তাকার ট্যাংক 5m লম্বা, 2m চওড়া এবং 2.5m গভীরতা পর্যন্ত পানি আছে। ট্যাংকের তলদেশে চাপের পরিমাণ নির্ণয় কর।
46. একটি পাম্পের ইনপুট পাওয়ার 500W এবং আউটপুট, পাওয়ার 300W হলে পাম্পের দক্ষতা কত?
47. যখন একটি বস্তু তরলের উপর রাখা হয়, তখন তা ভেসে থাকবে, যদি-
মাধ্যাকর্ষণ বল তরলের ঊর্ধ্বমুখী বলের সমান
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের কম
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের বেশি
48. একটি জাহাজের মেটাসেন্ট্রিক উচ্চতা 0.5m এবং রেডিয়াস অব জাইয়েশন 6m। জাহাজটির রোলিং সময় কত?
49. একটি গিয়ার পাম্পের প্রবাহমাত্রা-
ব্যাখ্যা: এক্সটার্নাল গিয়ার পাম্প (External gear pump) :পাম্পে দুটি গিয়ার থাকে। গিয়ার দুটির একটি চালক গিয়ার অপরটি চালিত গিয়ার। গিয়ারের দাঁতগুলো একে অপরের সাথে মেস (Mesh) করা থাকে। চালিত গিয়ার চালক বিয়ারের বিপরীত দিকে ঘুরে। গিয়ার মুচির বহির্ভাগ কেইসিং- এর সাথে খুব সুক্ষ্ম সংস্পর্শে থাকে। গিয়ার ঘুরার সময় এর প্রবেশপদ থেকে তরল কেইসিং এবং গিয়ারের মাঝে ফাঁদে ফেলে এবং ঠেলে নির্গমন পথে পাঠিয়ে দেয়।
চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায়
চাপ বৃদ্ধির সাথে অপরিবর্তিত থাকে
50. Hydrolic co-efficient কয়টি?
Hydrolic co-efficient
১) Co-efficient of commation
২) Ca-efficient of relocity
৩) Co-efficient of discharge
৪) Co-efficient of resister
51. তরলের চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনকে কী বলে?
52. একটি পাম্প 0.003 m% হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা ৪০% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি—
53. যেএকটি পাম্প প্রতি মিনিটে 100kg পানি 50m উচ্চতায় তুলে, এর ক্ষমতা কত?
54. যে বিন্দুর মধ্য দিয়ে লব্ধি চাপ ক্রিয়া করে, তাকে ডুবানো তলের ক্ষেত্রে বলে-
55. হাত টিউবওয়েলের পাম্পকে কী পাম্প বলা হয়?
56. ডুবানো পৃষ্ঠতলে চাপের তীব্রতা গভীরতা বৃদ্ধির সাথে-
57. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা kN/m² (অথবা (kPa)-এ-
58. পানির পৃষ্ঠতলের 4m নিচে চাপ কত?
59. তরলে প্রতি একক ভরের আয়তনকে কী বলে?
60. নিচের কোনটি পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর?
Showing
41
to
60
of
204
results
Test Mode
Reading Mode