হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
161. টার্বুলেন্ট (Turbulent) প্রবাহতে -
ফ্লুইড কণাগুলো সুবিন্যস্তভাবে প্রবাহিত হয়
ফ্লুইডের একটি স্তর অপরটির উপর দিয়ে সুষমভাবে ভেসে চলে
ভরবেগের স্থানান্তর (Trensfer) শুধুমাত্র আণবিক স্কেলে হয়
162. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান-
163. যখন কোনো তরল পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তরলের বেগ-
সেন্টারে সর্বোচ্চ এবং ওয়ালের সন্নিকটে সর্বনিম্ন
সেন্টারে সর্বনিম্ন এবং ওয়ালের সন্নিকটে সর্বোচ্চ
সেন্টারে শূন্য এবং দেয়ালের সন্নিকটে সর্বোচ্চ
সেন্টারে সর্বোচ্চ এবং দেয়ালের সন্নিকটে শূন্য
164. কো-ইফিসিয়েন্ট অব ভেলোসিটির গড় মান কোনটি?
166. পাইপে প্রবহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ-
167. তরলের প্রবাহ হার কোন মিটার দ্বারা নির্ণয় করা হয়?
168. কোনটি তরল পদার্থের গুণাবলি নয়?
169. এক ঘনমিটার পানির ওজন কত?
170. প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমনের অনুপাতকে কী বলে।
171. দীর্ঘ পাইপের প্রবাহের ক্ষেত্রে নিম্নের কোন বাধা সবচেয়ে বেশি?
173. স্তরিত (Lansinar) প্রবাহ বলতে কোনটিকে বুঝায়?
ফ্লুইড কলার আঁকাবাঁকা পথের প্রবাহকে
রেনল্ডস নাম্বাল ৩০০০-এর বেশি হওয়াকে
ফ্লুইড কণার স্তরে স্তরে প্রবাহকে
174. রিনোল্ড নাম্বার কত হলে তাকে ল্যামিনার ফ্লো বলে?
175. কোনো প্রবাহের বেগ, চাপ, ঘনত্ব সময়ের সাথে পরিবর্তন না হলে তাকে-- প্রবাহ বলে।
176. গতিশীল তরল পার্টিক্যাল-এর মোট শক্তি সমান-
প্রেসার এনার্জি +কাইনেটিক এনার্জি +পটেনশিয়াল এনার্জি
প্রেসার এনার্জি -কাইনেটিক এনার্জি +পটেনশিয়াল এনার্জি
পটেনশিয়াল এনার্জি + সার এনার্জি-কাইনেটিক এনার্জি
কাইনেটিক এনার্জি - প্রেসার এনার্জি + পটেনশিয়াল এনার্জি
177. নিম্নের কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য?
মাপ এবং তাপের পরিবর্তনে পরিবর্তিত হয় না
178. একটি 5m উচ্চতার পানির ট্যাংকের তলায় অবস্থিত নজল দিয়ে পানি নির্গত হওয়ার বেগ কত?
179. পাইপের ব্যাস বাড়লে তরলের বেগ--
180. টারবুলেন্ট প্রবাহ হতে—
ফ্লুইড কণাগুলো সুবিন্যস্তভাবে প্রবাহিত হয়
ফ্লুইড একটি স্তর অপরটির উপর দিয়ে সুষমভাবে প্রবাহিত হয়
ফ্লুইড কণাগুলো অনিয়মিত ও আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়
ভরবেগের স্থানান্তর শুধুমাত্র আনবিক স্কেলে হয়