102. পড়ন্ত পানির ফোঁটা বর্তুলাকার ধারণ করে যে গুণের কারণে-
এর আসল কারণ হলো তরলের পৃষ্ঠটান (Soejoey tenama)। পৃষ্ঠটান হলো কোনো তরল পদার্থের অণুসমূহের পারস্পরিক আকর্যণী বলের কারণে (এটা দুটো বস্তুর মহাকর্ষী বল অবশাই নয়, বরং সরল নিউক্লীয় বল) সংকুচিত হবার প্রবণতা। আর যে বলের কারণে এই আকর্ষণের উদ্ভব ঘটে, তাকে পদার্থবিদ্যার ভাষায় সংসক্তি বল বলে। অর্থাৎ, সংসক্তি বল হলো পারস্পরিক আকর্ষণের কারণে অনুসমূহের কাছাকাছি লেগে প্রাকার ধর্ম। পানি সংসক্তির বলের ধর্ম খুব তীব্রভাবে মেনে চলে, কারণ পানির প্রতিটি অনু অন্য অণুগুলোর সাথে চারটি হাইড্রোজেন বন্ধন গঠন করে। বিপুল পরিমাণ পানিতে প্রতিটি অনু চারপাশের অন্য অণুগুলো দ্বারা সমানভাবে টানের মুখোমুখি হয়। এতে ভেতরের দিকে নৌ বল শূন্য হয়। কিন্তু পূর্বে অবস্থিত অণুগুলোর ক্ষেত্রে সব দিকে অণু নেই (উপরের দিকে নেই)। ফলে, এরা শুধুই ভেতরের দিকে টান অনুভব করে, যার কারণে এর আকৃতি বাধ্য হয়ে গোলাকার হয়।